দেশজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা কয়েকদিনের প্রচণ্ড গরমের পর আজ রোববার (১১ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গতকালের ৪২ ডিগ্রির চেয়ে সামান্য কম।
রাজধানী ঢাকায়ও আজ তাপমাত্রা কিছুটা কমে ৩৯.৯ ডিগ্রিতে নেমেছে। গতকাল ঢাকায় ছিল ৪০.১ ডিগ্রি, যা চলতি বছরের সর্বোচ্চ।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানিয়েছেন, আগামীকাল সোমবার থেকে তাপমাত্রা আরও কমতে পারে। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যদিও ঢাকায় সরাসরি বৃষ্টির সম্ভাবনা কম, তবে আকাশ থাকবে মেঘলা।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে এবং তাপপ্রবাহ কিছু অঞ্চলে প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তীব্র গরমে সবার মাঝে যখন হাঁসফাঁস অবস্থা, তখন এই পূর্বাভাস হয়তো সাময়িক স্বস্তি দিতে পারে জনজীবনে।
এসএস/টিএ