বাংলাদেশের প্রথম ও সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর প্রকল্পে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ১৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি তাদের প্রকল্প এলাকা ও আবাসিক গ্রিন সিটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
চাকরিচ্যুতদের মধ্যে আছেন ডেপুটি সুপারিনটেনডেন্ট, সহকারী ব্যবস্থাপক, উপসহকারী ব্যবস্থাপক ও টেকনিশিয়ান পদে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সম্প্রতি চাকরি ও ব্যবস্থাপনা নিয়ে দাবিদাওয়া তোলেন তারা, যা কর্তৃপক্ষ ‘শৃঙ্খলা ভঙ্গ’ হিসেবে চিহ্নিত করে।
প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছানের সই করা আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। উল্লেখ্য, রূপপুর প্রকল্প আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-র তত্ত্বাবধানে পরিচালিত একটি উচ্চ নিরাপত্তা অঞ্চল, যেখানে আন্দোলন বা বিক্ষোভের সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আন্দোলনকারীদের দাবি, তারা কেবল স্বচ্ছতা, জবাবদিহিতা ও এমডি’র অপসারণ চেয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছিলেন। তবে কর্তৃপক্ষ বলছে, এটি প্রকল্পের নিরাপত্তা সংস্কৃতিতে হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ন করার শামিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম এ ঘটনাকে ‘অভূতপূর্ব ও ঝুঁকিপূর্ণ’ বলে উল্লেখ করেছেন।
এসএস/টিএ