বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে, যার সম্ভাব্য নাম ‘শক্তি’। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ২৪ থেকে ২৬ মে’র মধ্যে এই ঘূর্ণিঝড়টি সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার (১১ মে) কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু নিয়ে পিএইচডি করা এই গবেষক তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাসে এ তথ্য দেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বঙ্গোপসাগরে ২৩ থেকে ২৮ মে’র মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এর সম্ভাব্য নাম ‘শক্তি’, যা শ্রীলঙ্কার দেওয়া।
তিনি আরও জানান, ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী কোনো স্থানে স্থলভাগে আঘাত হানতে পারে ২৪ থেকে ২৬ মে’র মধ্যে। তবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগ দিয়ে আঘাত হানার সম্ভাবনা তুলনামূলক বেশি।
ঘূর্ণিঝড় ‘শক্তি’ এরই মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
যদিও এখনো ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি, তবে বঙ্গোপসাগরের বর্তমান আবহাওয়া পরিস্থিতি ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য যথেষ্ট সহায়ক বলে জানিয়েছেন পলাশ।
তিনি বলেন, “যেভাবে পরিস্থিতি এগোচ্ছে, তাতে করে ঘূর্ণিঝড় সৃষ্টির বিষয়টি সময়ের অপেক্ষা মাত্র। এজন্য সবাইকে আগেই সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে।”
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত ‘শক্তি’ নিয়ে কোনো চূড়ান্ত সতর্কতা জারি করা হয়নি, তবে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সঠিক সময়েই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
বিশেষজ্ঞরা উপকূলীয় অঞ্চলের মানুষদের এখন থেকেই সতর্ক থাকতে বলছেন।
এসএস/টিএ