‘পাঠান ২’-এর শুটিং হবে চিলিতে!

২০২৩ সালে ‘পাঠান’ দিয়ে ফেরার গল্প লেখেন শাহরুখ খান। দর্শকদের বুঁদ করে বক্স অফিসে হাজার কোটির ঘর ছুঁয়ে দেন। এরপর সফলতার লাগাম নিয়ন্ত্রণে রাখেন জাওয়ান ও ডানকি দিয়ে। নতুন খবর, ফের ‘পাঠান’রূপে ফিরতে চলেছেন শাহরুখ। চিলিতে হতে পারে শুটিং।
 
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারতে এসেছিলেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ফন্ট। সাক্ষাৎ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। মুম্বাইয়ে তার সঙ্গে মত বিনিময় হয় চলচ্চিত্র নির্মাতাদেরও।
 
বলিউড অভিনেতা আংশুমান বিনোদন ভিত্তিক এক ওয়েবসাইটে জানিয়েছেন, দুই দেশের সিনেমা নিয়ে সম্ভাবনার কথা। তিনিই জানিয়েছেন শাহরুখের ‘পাঠান ২’ সিনেমাটির শুটিং হতে পারে চিলিতে। এরইমধ্যে শেষ ছবির চিত্রনাট্যের কাজ।
 
প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের সূত্র থেকে জানা গেছে, স্পাই ইউনিভার্সটিকে আরও বড় পরিসরে আনতে চায় তারা। সেকারণে বেশ গুছিয়ে নেমেছে। প্রথম কিস্তির চিত্রনাট্যকার দিয়ে এবারের গল্প লেখানো হচ্ছে না। আদিত্য চোপড়া নিজেই নিয়েছেন দায়িত্বটি।
 
২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে আছেন জন আব্রাহাম। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলেছে এই ছবি।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ