ভাড়ার জন্য বাড়ি খুঁজছেন তারেক রহমান, দেশে আসবেন অচিরেই : এম এ মালেক

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই বাংলাদেশে ফিরবেন, ইনশাআল্লাহ। তিনি বলেন, "তারেক রহমান বীরের বেশেই দেশে ফিরবেন। বর্তমানে তিনি ভাড়ার জন্য বাড়ি খুঁজছেন, প্রয়োজনে শ্বশুরবাড়িতে উঠবেন।"

এম এ মালেক বলেন, তারেক রহমানের নামে ঢাকায় কোনো বাড়ি নেই। এমনকি তার বাবা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবদ্দশায়ও তার ছেলের জন্য রাজধানীতে কোনো বাড়ি তৈরি করেননি।

তিনি উল্লেখ করেন, "জিয়া সাহেব এক সময় ভাঙা স্যুটকেস ও ছেঁড়া জামাকাপড় নিয়ে জীবন শুরু করেছিলেন, যেটা নিয়ে একসময় শেখ হাসিনা পর্যন্ত কটাক্ষ করেছিলেন।"

তিনি আরও জানান, 'বেগম খালেদা জিয়াও জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িতে বসবাস করতেন', যা পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার বেদখল করে। এ প্রসঙ্গে মালেক বলেন, "খালেদা জিয়া কখনো প্রতিশোধের রাজনীতি করেননি। এমনকি জেলে যাওয়ার পরেও দলকে নির্দেশ দিয়েছিলেন যেন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যায়।"

এম এ মালেক দাবি করেন, দেশের ভেতরে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের পথ বেছে নিলেও বিদেশে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে রাজনৈতিক চাপে রেখেছে। বিশেষ করে যুক্তরাজ্যে আওয়ামী লীগ সরকারের প্রতিনিধি দল আসার সময় বিএনপির কর্মীরা তাদের ১১ দিন ধরে অবরুদ্ধ করে রাখে।

তিনি বলেন, “হাসিনা নিজেই চিৎকার করে বলেছিল, তারেক রহমানকে বলো হোটেল পাই না, বিএনপিকে বলো হোটেল পাই না।” মালেক দাবি করেন, “যুক্তরাষ্ট্রের নাম শুনলে শেখ হাসিনার অবস্থা এতটাই সঙ্কটাপন্ন হয়ে পড়ত যে মনে হতো প্রসব ব্যথা বেড়ে গেছে।”

এম এ মালেকের এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা এবং বিএনপির পরবর্তী কৌশল নিয়ে এখন রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা গুঞ্জন চলছে।

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
ঢাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের May 14, 2025
img
দেশের অর্থনীতি পাল্টাতে হলে চট্টগ্রাম বন্দরই ভরসা : প্রধান উপদেষ্টা May 14, 2025
img
চাঁদাবাজির মামলায় কারাগারে খুলনার সাবেক কাউন্সিলর লিলি May 14, 2025
img
না ফেরার দেশে বিশ্বের সবচেয়ে ‘দরিদ্র প্রেসিডেন্ট’ হোসে মুজিকা May 14, 2025
img
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার চাইলেন মির্জা ফখরুল May 14, 2025
img
বৈঠকে পুতিন উপস্থিত না হলে আলোচনায় যোগ দেবে না ইউক্রেন: জেলেনেস্কি May 14, 2025
img
বক্স অফিসে অজয়ের ‘রেইড টু’ এর দুর্দান্ত সাফল্য May 14, 2025
img
জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিলের শুনানি চলছে May 14, 2025
আদালতকক্ষে বিশৃ'ঙ্খলা, পায়ের জুতা হারালেন মমতাজ May 14, 2025
বেড়েছে গ্রেফতারের ঘটনা, অধিকাংশই আ.লীগের নেতাকর্মী May 14, 2025