ঢাবি শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ক্যাম্পাস শাটলঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় এলাকায় চালু হতে যাচ্ছে ক্যাম্পাস শাটল। গ্রিন ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে ঢাবিতে ৪টি ইলেকট্রিক ভেহিকল শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য উন্মুক্ত করা হচ্ছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ মে) থেকে ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কগুলোতে শিক্ষার্থীদের জন্য চালু হতে যাচ্ছে এই ক্যাম্পাস শাটল ব্যবস্থা।
পরিবেশবান্ধব ইলেকট্রনিক ভেহিকেল অর্থাৎ ক্যাম্পাস শাটল নিয়ে গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের এক্সিকিউটিভ মেম্বার মাহাবুব তালুকদার (মহিউদ্দিন) বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পরিবহনে চড়বেন। পরিবেশবান্ধব ইলেকট্রনিক ভেহিকেল আগামীকাল সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পরীক্ষামূলকভাবে চক্রাকারে চলাচল করবে।
তিনি আরো বলেন, ক্যাম্পাস শাটলে যাত্রার ভাড়া হবে সর্বোচ্চ ২০ টাকা এবং সর্বনিম্ন ১০ টাকা। এই ভাড়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে চলাচল করতে পারবেন। প্রত্যেক ভ্রমণে একজন গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের স্বেচ্ছাসেবক (ঢাবি-শিক্ষার্থী) থাকবেন এবং ভাড়া সংগ্রহ করবেন।
কুয়েত মৈত্রী হল ও তৎসংলগ্ন হলের শিক্ষার্থীরা এই সেবার আওতায় থাকবেন।
জানা যায়, প্রাথমিকভাবে ৪টি রুটে ক্যাম্পাস শাটল চালু করা হচ্ছে। প্রতিটি শাটলে ১৪ জন করে বসতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাটল সার্ভিস চালু হওয়া নিয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আরআর/এসএন