রাকিবুল ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

১৯তম ওভারে ৩ ছক্কায় ম্যাচ ঘুরিয়ে দেন রাকিবুল, জবাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১-০ তে এগিয়ে আকবররা

শেষ ২ ওভারে প্রয়োজন ২৭ রান—জয় তখন অনেকটাই কঠিন। কিন্তু রাকিবুল হাসানের ঝড়ো ব্যাটিংয়ে সেই অসম্ভবই সম্ভব হয়ে গেল। ইনিংসের ১৯তম ওভারে ৩টি ছক্কায় ২০ রান তুলে ম্যাচে ফেরান রাকিবুল। তখন বাকি মাত্র ৬ বলে ৭ রান, যা ২ বল হাতে রেখেই তুলে নেয় বাংলাদেশ ইমার্জিং দল। তাতেই ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল আকবর আলির নেতৃত্বাধীন দল।

সোমবার (১২ মে) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা তোলে ৩০১ রান।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইমার্জিং দল দেখায় দারুণ দৃঢ়তা। শেষ পর্যন্ত ৪৮ ওভার ৪ বলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা।

রোমাঞ্চকর এই জয়ে সিরিজে দারুণ সূচনা করল বাংলাদেশের উদীয়মানরা।


এসএস/টিএ

Share this news on: