ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের টঙ্গীরপাড় এলাকায় কালিদাস-পাহালিয়া নদীতে ফিক্সড নাইলন জাল বসিয়ে মাছের স্বাভাবিক চলাচল ব্যাহত করার অভিযোগে চারজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১২ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
অভিযানে দেখা যায়, নদীর মাঝামাঝি স্থানে স্থায়ীভাবে বসানো নাইলনের জালের কারণে মাছের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে, যা জনসাধারণের স্বার্থের পরিপন্থী। অভিযুক্তরা বিষয়টি স্বীকার করলে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে টঙ্গীরপাড় ছনুয়া ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে আবুল হোসেন প্রকাশ (৪৫), নেত্রকোনার জেলার কোর্মাকান্দা উপজেলার আবদুল ছাত্তারের ছেলে আবদুল জব্বার (৪৫), নেত্রকোনা জেলার কোর্মাকান্দা উপজেলার মৃত আব্দুর রাশীদের ছেলে আল আমিন (৩০), নেত্রকোনা জেলার কোর্মাকান্দা উপজেলার নাজিরপুর গ্রামের মো: আবদুল সোবহান। অভিযান শেষে নদীতে বসানো অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
এসএম/এসএন