এক সময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’ দারুণভাবে দর্শকদের মন জয় করেছিল। এই মেগার হাত ধরেই দর্শক পেয়েছিলেন শন বন্দ্যোপাধ্যায় ও সৃজলা গুহকে ‘ঋষি-পিহু’ জুটি হিসেবে। ধারাবাহিক শেষ হয়ে গেলেও এই জুটির জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। আজও শন-সৃজলা জুটি দর্শকদের মনের মণিকোঠায় আলাদা জায়গা করে রয়েছে। ফলে তাঁদের আবার একসঙ্গে দেখার অপেক্ষায় দীর্ঘদিন ধরেই দিন গুনছিলেন অনুরাগীরা।
আর বছর শেষের মুখেই সেই অপেক্ষার অবসান ঘটালেন শন ও সৃজলা। সুখবর দিয়ে জানালেন, তাঁরা ফের একসঙ্গে ফিরছেন ছোট পর্দায়। অনেক দিন ধরেই এই জুটি নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে তাতে সিলমোহর পড়ল। বছর শেষের আগেই দর্শক আবার পর্দায় দেখতে পাবেন তাঁদের, তাও স্টার জলসার হাত ধরেই।
তবে এখানে পরিষ্কার করে বলে রাখা ভালো, নতুন কোনও মেগা বা রিয়্যালিটি শো নয়। আসলে শন-সৃজলাকে দেখা যাবে স্টার জলসার বর্ষবরণের বিশেষ অনুষ্ঠান ‘ওয়েলকাম ২০২৬’-এ। আগামী ৩১ ডিসেম্বর এই বিশেষ অনুষ্ঠানে পারফর্ম করবেন জনপ্রিয় এই তারকা জুটি।
ইতিমধ্যেই স্টার জলসার পক্ষ থেকে অনুষ্ঠানের একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। সেই প্রোমোতেই ধরা পড়েছে শন-সৃজলার পারফর্মেন্সের ঝলক। বেগুনি রঙের শাড়ি ও নুডুলস স্ট্র্যাপ ব্লাউজে নজর কাড়ছেন সৃজলা। গলায় ছিল মানানসই পাথরের নেকলেস। অন্যদিকে শনকে দেখা গিয়েছে সাদা টি-শার্টের সঙ্গে অফ-হোয়াইট জ্যাকেট পরিহিত অবস্থায়।
প্রোমোর শুরুতেই দু’জনকে বলতে শোনা যায়, “নমস্কার, আমি সৃজলা। আমি শন। স্টার জলসার সমস্ত দর্শকদের আমাদের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার।” এরপর তাঁদের ‘সইয়ারা’ ছবির টাইটেল ট্র্যাকে নাচ করতে দেখা যায়। পরে আবার শাহরুখ খান ও রানী মুখোপাধ্যায়ের জনপ্রিয় গান ‘তুম হি দেখ না…’-তে পারফর্ম করেন তাঁরা।
সবশেষে দর্শকদের উদ্দেশে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে জানান, তাঁরা আসছেন ‘ওয়েলকাম ২০২৬’-এ। ৩১ ডিসেম্বর রাত সাড়ে ৯টা থেকে স্টার জলসায় সম্প্রচারিত হবে এই বিশেষ অনুষ্ঠান।
এবি/টিকে