চিকিৎসকদের জন্য বড় সুখবর: পদোন্নতি ও বেতন বৃদ্ধির ঘোষণা

চিকিৎসকদের জন্য বহুল প্রত্যাশিত সুখবর দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি জানান, চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও কর্মপরিবেশ উন্নয়নের অংশ হিসেবে ৭ হাজার চিকিৎসককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাবনা চূড়ান্ত পর্যায়ে, যা শিগগিরই বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) ৫২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।

নূরজাহান বেগম বলেন, আমরা চিকিৎসকদের পেশাদারিত্ব ও আত্মত্যাগকে মূল্য দিই। দীর্ঘদিন ধরে অনেক চিকিৎসক তাদের ন্যায্য পদোন্নতি ও বেতন কাঠামোতে পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন। তাদের দাবি বিবেচনায় নিয়ে সরকার বড় পরিসরে পদোন্নতির উদ্যোগ নিয়েছে। আমরা চাই চিকিৎসকরা উৎসাহ নিয়ে দায়িত্ব পালন করুন, আর সেজন্য প্রয়োজন উপযুক্ত স্বীকৃতি ও প্রণোদনা।

চিকিৎসকদের এই কাঙ্ক্ষিত পদোন্নতি ও বেতন বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্য খাতের সামগ্রিক মানোন্নয়ন ঘটবে বলেও মন্তব্য করেন স্বাস্থ্য উপদেষ্টা। তিনি বলেন, এ পদক্ষেপ চিকিৎসকদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে এবং সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালনে আরও আগ্রহী করে তুলবে।

গ্রামীণ স্বাস্থ্যসেবায় চিকিৎসক সংকটের কথা উল্লেখ করে নূরজাহান বেগম বলেন, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে এখনো ভালো চিকিৎসকের সংকট রয়েছে। যারা অভিজ্ঞ, তাদেরই সেসব এলাকায় যেতে হবে। প্রয়োজনে বেতন বাড়িয়ে তাদের সেখানে পাঠাতে হবে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

এসময় আক্ষেপ প্রকাশ করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, অনেক চিকিৎসক সময়মতো হাসপাতালে যান না, এটা খুবই দুঃখজনক। রোগীদের জন্য সহজ ও নির্বিচারে সেবা নিশ্চিত করতে হলে চিকিৎসকদের পেশাগত আচরণে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, চক্ষু চিকিৎসকদের মধ্যে যারা ভালো কাজ করছেন, তাদের আরও দায়িত্ব নিতে হবে। সবার উচিত নিজের জায়গা থেকে এগিয়ে আসা।

নূরজাহান বেগম বলেন, সংস্কার আগে নিজের ভেতর থেকে শুরু করতে হবে, তারপরই স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো সম্ভব হবে। না হলে শুধু রাজা বদল হবে, অবস্থার কোনো পরিবর্তন হবে না।

তিন দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের চক্ষু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। এতে থাকবে গবেষণাপত্র উপস্থাপন, চিকিৎসা বিষয়ক প্রযুক্তি ও কৌশল বিনিময় এবং উন্নত চিকিৎসা সেবার আলোচনার নানা সেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে ওএসবি আহ্বায়ক অধ্যাপক ডা. মো. শাহাব উদ্দিন, অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী এবং সদস্য সচিব অধ্যাপক ডা. মো. জিন্নুরাইন (নিউটন) বক্তব্য দেন।

আয়োজকরা জানান, এ সম্মেলন দেশের চক্ষু চিকিৎসা খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

দুদকেও দুর্নীতি আছে: দুদক চেয়ারম্যান Jul 31, 2025
পথচারীকে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিলেন জুলাই যোদ্ধারা Jul 31, 2025
img
‘আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো সহায়তা করিনি’ Jul 31, 2025
img
‘জয় হনুমান’-এর পর নতুন অভিযানে ঋষভ শেঠি Jul 31, 2025
img
মিথ্যা মামলা ও মব সন্ত্রাস অন্তর্বর্তী সরকারের আমলে সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা : আইন উপদেষ্টা Jul 31, 2025
img
স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন পাকুয়েতা Jul 31, 2025
img
‘কিংডম’ ছবিতে নতুন রূপে পর্দায় ফিরছেন অভিনেত্রী ভাগ্যশ্রী বরসে Jul 31, 2025
img
দশ বছর পরও ‘দৃশ্যম’ থ্রিলারের শীর্ষে Jul 31, 2025
img
প্রযুক্তি ব্যবহারে বাস্তবতা যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ : ফরিদা আখতার Jul 31, 2025
img
হজ মৌসুমে আকাশ পথেই সৌদিতে পৌঁছেছেন ১ লাখ ৪০ হাজার মুসল্লি Jul 31, 2025
img
বলিউডে শ্রীলিলার আত্মপ্রকাশ ঘিরে তুমুল আগ্রহ Jul 31, 2025
img
চিরঞ্জীবীর ‘বিশ্বম্ভরা’ ছবিতে গ্ল্যামার ছড়াতে আসছেন অভিনেত্রী মৌনি রায়! Jul 31, 2025
img
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে গেলেন নাহিদ Jul 31, 2025
img
নিজের রাজ্যের ভাষা না জানায় লজ্জা পেয়েছিলেন আমির খান Jul 31, 2025
img
অন্তর্বর্তীকালীন সরকার বিচারকার্যে কার্পণ্য করবে না : আদিলুর রহমান Jul 31, 2025
img
রাঙ্গামাটিতে ৪.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত Jul 31, 2025
img
শরমন যোশীর সঙ্গে একই ছবিতে কাজ করছেন গৌরব রায়চৌধুরী Jul 31, 2025
img
ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিতে না পারে সে জন্য সজাগ থাকতে হবে : তারেক রহমান Jul 31, 2025
img
ফের টিভি পর্দায় আসছেন শ্রুতি, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে? Jul 31, 2025
img
ময়মনসিংহে আ.লীগ নেতার চিড়িয়াখানা উচ্ছেদ করল প্রশাসন Jul 31, 2025