কন্নড় গান বিতর্কে সোনু নিগম,কর্নাটক হাই কোর্টে আইনি লড়াই

এফআইআর বাতিলের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হলেন সোনু নিগম। বুধবার কর্নাটক হাই কোর্টে মামলার শুনানি শুরু হয়। বিচারপতি আবার ১৫ মে মামলাটি শুনবেন বলে জানিয়েছেন।
 
গত মাসে একটি অনুষ্ঠানে বেঙ্গালুরু গিয়েছিলেন সোনু। ভার্গো নগরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ওই অনুষ্ঠানে জনপ্রিয় নানা হিন্দি গানের মাঝে কন্নড় গান গাইতে বলায় খোলা মঞ্চে মেজাজ হারিয়েছিলেন গায়ক। বলেছিলেন, “পহেলগাঁওয়েও একই ভাবে সন্ত্রাসবাদ ঘটানো হয়েছিল। কাকে এ ভাবে বলছেন এক বার তো খেয়াল করুন!” গানের প্রসঙ্গে সোনু টেনে আনেন পহেলগাঁওয়ের কথা।

দাবি করেন, প্রাদেশিক মনোভাবের কারণে জঙ্গিহানা বাড়ছে। কন্নড় গানের দাবি করা যুবকের উদ্দেশে তিনি বলেন, “পহেলগাঁওয়ে যা হয়েছে, তার অন্যতম কারণ হল এটাই। এইমাত্র যেটা করলে তুমি, সেটাই সবচেয়ে বড় কারণ। কে সামনে দাঁড়িয়ে রয়েছে, সেটা তো এক বার দেখুন। আমি কর্নাটকের মানুষকে ভালবাসি। আমি আপনাদের সকলকেই ভালবাসি।”
 
এর পরই উস্কে ওঠে বিতর্ক। ‘কর্নাটক রক্ষা বেদিকে’ নামের একটি কন্নড়পন্থী সংগঠন সোনুর বিরুদ্ধে বেঙ্গালুরু শহর জেলা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। তাদের দাবি, গায়কের বক্তব্য কন্নড় ভাষাভাষীদের অনুভূতিতে গভীর ভাবে আঘাত করেছে।

এর পর কাজও হারান সোনু। ‘কুলাডাল্লি কিল্যাভুডো’ নামে একটি কন্নড় ছবিতে গান গাওয়ার কথা ছিল তাঁর। বেঙ্গালুরুর ঘটনার পরে সোনুকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এক বিবৃতিতে ছবির নির্মাতারা বলেছেন, “কোনও সন্দেহই নেই, সোনু সঙ্গীতশিল্পী হিসেবে খুবই ভাল। কিন্তু সম্প্রতি একটি অনুষ্ঠানে কন্নড় ভাষা নিয়ে যে মন্তব্য করেছেন, তাতে আমরা খুবই ক্ষুব্ধ। কন্নড় ভাষাকে যে ভাবে সোনু অপমান করেছেন, তা আমরা কোনও ভাবেই সহ্য করতে পারিনি। তাই আমরা ওঁর গানটিই বাদ দিয়ে দিয়েছি।”

এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
দুই দিন অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা বিচার বিভাগীয় কর্মচারীদের May 16, 2025
img
কোহলির অবসর ও অধিনায়কত্ব নিয়ে চাঞ্চল্যকর তথ্য কোচের May 16, 2025
img
৮ম জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ঢাকায় ব্র্যাকের পদযাত্রা May 16, 2025
img
শুল্ক প্রত্যাহার নিয়ে ট্রাম্প-ভারতের পাল্টাপাল্টি বক্তব্য May 16, 2025
img
হজযাত্রীর ছদ্মবেশে দেশ ছাড়তে গিয়ে গ্রেফতার আওয়ামী লীগ নেতা May 16, 2025
img
পঞ্চগড়ে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের দুলর্ভ মূর্তি উদ্ধার May 16, 2025
তানভীর-এনসিটিবি যোগসাজশে কাগজ কেলেঙ্কারি, কোটি টাকার কমিশন বাণিজ্য May 16, 2025
img
টানা তৃতীয়বার সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ রোনালদো May 16, 2025
img
বলিউডে কালো জাদুর রহস্য, উঠে এলো যেসব নায়িকাদের নাম May 16, 2025
img
‘মালদ্বীপের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার প্রবাসী বাংলাদেশিরা’ May 16, 2025