প্রশাসনের আশ্বাসে দুই ঘণ্টাপর বগুড়ায় বনানী বেতগাড়ি বাইপাসে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ ছেড়ে দিয়েছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এরআগে এক দফা দাবি আদায়ে বেলা ১২ টায় মহাসড়ক অবরোধ করেন তারা৷ এতে মহাসড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী৷
শিক্ষার্থীদের এক দফা দাবি হলো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফাই এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রি সমমান মর্যাদা দেওয়া। ওছাড়াও গতকাল ঢাকার নার্সিং শিক্ষার্থীদের ওপরে পুলিশ লাঠিচার্জের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কে যানজটে আটকা পড়া গাড়িল চালক ও যাত্রীরা চরম ভোগান্তীতে পড়েন। মহাসড়কের দুই পাশে অন্তত ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। কিছুটা যানজট তৈরি হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
এফপি/টিএ