রওশন এরশাদের বাড়িতে নির্মাণাধীন রেস্টুরেন্ট ভাঙচুর

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদের পৈতৃক বাড়ি ময়মনসিংহ নগরের টাউন হলের সুন্দর মহলটি ভাড়া দেয়া হয়েছিল একটি রেস্টুরেন্টকে। সেই রেস্টুরেন্টের নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে স্থাপনা ও পুরোনো বাড়িটির ভেতরের আসবাবপত্র ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

রওশন এরশাদকে ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে তার পৈতৃক বাড়িকে ৫ আগস্ট পরবর্তী সময়ে ‘দালাল মহল’ হিসেবে চিহ্নিত করে সাইনবোর্ড টানানো হয়েছিল। কিন্তু সম্প্রতি এ বাড়িতে ‘কুটুম বাড়ি’ নামে একটি রেস্টুরেন্টের মালিক বজলুর রহমান ১২ বছরের জন্য ভাড়া নিয়েছেন রওশন এরশাদের পরিবারের সদস্যদের কাছ থেকে। সেখানে স্থাপনা নির্মাণের কাজও শুরু হয়।

এ নিয়ে ২৩ এপ্রিল বাড়িটির সামনে মানববন্ধন করে বাণিজ্যিক ভবন না করে জুলাই স্মৃতি জাদুঘর করার দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছিল।

এ নিয়ে পদক্ষেপ না নেয়ায় ও রেস্টুরেন্টের স্থাপনা নির্মাণের কাজ চলমান রাখায় বৃহস্পতিবার বেলা পৌনে ২ টার দিকে সেখানে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। স্থাপনা ভাঙচুরের পাশাপাশি পুরোনো ভবনের বিভিন্ন কক্ষের আসবাবপত্র ভাঙচুর করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ আহমেদ বলেন, দালাল মহলকে বাণিজ্যিক ভবন বানানোর পায়ঁতারা হওয়ায় সেটি বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিলেও সেটি বন্ধ হয়নি। ওই অবস্থায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়ে স্থাপনা ভেঙে দিয়েছে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘রওশন এরশাদের বাড়িতে রেস্টুরেন্ট নির্মাণ কাজ চলায় বৈষম্যবিরোধী ছাত্ররা ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।’

ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, ‘বাড়িকে ঘিরে ছাত্র-জনতার ক্ষোভ থাকায় সেখানে কোনো বাণিজ্যিক স্থাপনা না করাই উচিত। বিষয়টি নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের May 16, 2025
img
২০ হাজার টাকা ভাড়ায় ভুয়া ওসি সেজে মির্জাপুরে গ্রেফতার May 16, 2025
img
জেট ফুয়েলের মূল্য হ্রাসে যাত্রী ভাড়া কমাতে বেবিচক চেয়ারম্যানের আহ্বান, সম্মত এয়ারলাইন্সগুলো May 16, 2025
img
মনোনয়নপত্র তোলা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৫ May 16, 2025
img
পিএসএলে দল পেয়ে যা বললেন সাকিব আল হাসান May 16, 2025
img
রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ‘বাস্তব সহযোগিতা’ বাড়াতে প্রস্তুত চীন May 16, 2025
img
রোহিতকে কোহলির চেয়ে এগিয়ে রাখলেন হার্শেল গিবস May 16, 2025
img
গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার May 15, 2025
img
‘কথা দিয়েছিলাম আরো শক্তিশালী হয়ে ফিরব’ May 15, 2025
img
‘শিবিরের নামে ভুয়া আইডি খুলে চক্রান্ত হচ্ছে’ May 15, 2025