‘র’ ও ‘আইএসআই’র প্রেম নেই পর্দায়, বদলে যাচ্ছে গল্পের ধারা

বলিউডের স্পাই ইউনিভার্সে বড় পরিবর্তনের হাওয়া লেগেছে। যশ রাজ ফিল্মসের সফল সিরিজ ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর সিক্যুয়েলগুলোর চিত্রনাট্যে আসছে উল্লেখযোগ্য পরিবর্তন। ভারত-পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক বাস্তবতায় আর ‘র’ ও ‘আইএসআই’-এর চরদের রোমান্স দেখা যাবে না পর্দায়।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ‘পাঠান ২’, ‘ওয়ার ২’ এবং ‘আলফা’-র স্ক্রিপ্ট নতুন করে লেখা হচ্ছে। এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক আদিত্য চোপড়া। তিনি ইতিমধ্যেই ‘পাঠান ২’-এর স্ক্রিপ্ট নতুন করে লেখার দায়িত্ব দিয়েছেন চিত্রনাট্যকার শ্রীধর রাঘবনকে।

বলা হচ্ছে, বিশেষত ‘ওয়ার ২’-এর চিত্রনাট্যে কিছু সংবেদনশীল অংশ রয়েছে, যা বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় বিতর্কের জন্ম দিতে পারে। তাই সেই দৃশ্যগুলো বাদ দিয়ে বা পরিবর্তন করে নতুন স্ক্রিপ্ট তৈরি হচ্ছে।

‘পাঠান’ ছবিতে দীপিকা পাড়ুকোন অভিনীত আইএসআই এজেন্ট ‘রুবাই’ এবং শাহরুখ খানের ‘র’ এজেন্ট ‘পাঠান’-এর মধ্যে প্রেমের সম্পর্ক দেখানো হয়েছিল। একইভাবে ‘টাইগার’ সিরিজে ক্যাটরিনা কাইফের ‘জোয়া’ চরিত্র, যিনি পাকিস্তানি গুপ্তচর, প্রেমে পড়েন সালমান খানের ভারতীয় এজেন্ট ‘টাইগার’-এর।

এই প্রেমের গল্পগুলোই এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রযোজনা সংস্থা মনে করছে, এই উপাদানগুলো দর্শক এবং রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি করতে পারে। তাই ‘র’ এবং ‘আইএসআই’-এর চরদের প্রেম নয়, বরং জাতীয় স্বার্থ এবং অ্যাকশনেই বেশি জোর দেওয়া হবে আগামীর চিত্রনাট্যে।

টিকে/এসএন

Share this news on: