গত মার্চে টেস্টের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। তার স্থলাভিষিক্ত হলেন রোস্টন চেজ। শুক্রবার (১৬ মে) বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানাবে উইন্ডিজ। জুন-জুলাইয়ের সে সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন ৩৩ বছর বয়সী চেজ। তার সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন জোমেল ওয়ারিকেন।
নতুন অধিনায়ক বাছাইয়ের জন্য অবশ্য আরও একাধিক ক্রিকেটারকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। যে তালিকায় নাম ছিল জন ক্যাম্পবেল, টেবিন ইমলাশ, জশুয়া ডি সিলভা ও জাস্টিন গ্রিভসের নাম। এছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টির বর্তমান অধিনায়ক শাই হোপকেও বিবেচনা করা হয়েছিল। তবে তিনি সাদা বলের ফরম্যাটকে গুরুত্ব দিতে লাল বলের দায়িত্ব নিতে চাননি। ফলে বাকিদের মধ্যে চেজকেই বেশি যোগ্য মনে করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
দেশের হয়ে সবশেষ ২০২৩ সালের মার্চে সাউথ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে সাদা পোশাকের ম্যাচ খেলেছিলেন চেজ। ক্যারিবীয়দের হয়ে মোট ৪৯ টেস্ট খেলে ২২৬৫ রান করার পাশাপাশি বল হাতে ৮৫ উইকেট নিয়েছেন এ স্পিন অলরাউন্ডার।