বাজার মূলধনে বড় ধস, ডিএসই হারাল ৩ হাজার কোটি

চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর প্রভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন এক সপ্তাহে কমেছে প্রায় ২ হাজার ৯৬০ কোটি টাকা, যা শতকরা হিসাবে ০.৪৫ শতাংশ হ্রাস।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৪৮৪ কোটি টাকায়। আগের সপ্তাহ শেষে যা ছিল ৬ লাখ ৫২ হাজার ৪৪৪ কোটি টাকা।

চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১২১.২৬ পয়েন্ট বা ২.৪৭ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৫০.২৪ পয়েন্ট বা ২.৭৬ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ৩৫.৩৯ পয়েন্ট বা ৩.২৯ শতাংশ।

সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ২৯৯ কোটি ৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৪১৫ কোটি ৬৩ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ১ হাজার ১১৬ কোটি ৫৮ লাখ টাকা।

প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১৫৮ কোটি ৩৬ লাখ টাকা বা ৩২.৭৮ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩২৪ কোটি ৭৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৮৩ কোটি ১২ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫০টি কোম্পানির, কমেছে ৩২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দাম।

এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.৬৫ শতাংশ ও ১.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৪৭৭.১৬ পয়েন্টে ও ৮২৪০.২৪ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ১.২৭ শতাংশ ও সিএসই-৩০ সূচক ১.৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৪৯.৬৪ পয়েন্টে ও ১১৪৯৮.০২ পয়েন্টে। আর সিএসআই সূচক কমেছে ১.৬৫ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৮৬৯.০২ পয়েন্টে।

চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৪৮ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৫২ কোটি ৪১ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ১৫ কোটি ৯৩ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির কোম্পানির শেয়ার দর।

আরএ/টিএ

Share this news on: