সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুক্রবার (১৬ মে) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি।
গ্রুপ পর্বে মালদ্বীপের সঙ্গে ২-২ গোলে ড্র এবং ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে জায়গা করে নেয় লাল-সবুজের যুবারা।
অন্যদিকে, ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক ভারত। তারা দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানারআপ মালদ্বীপের।
টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে একই মাঠে, ১৯ মে। উল্লেখ্য, গত আসরের ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারও টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার হাতছানি বাংলাদেশের সামনে।
টিকে/টিএ