আবারো বাংলাদেশ দলে ডাক পেলেন ফাহমিদুল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পের জন্য পুনরায় ডাক পেয়েছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। বাফুফে আজ ফাহমিদুলের ক্লাব ওলবিয়া কালসিওকে চিঠি দিয়েছিল। ইতালির চতুর্থ বিভাগের ক্লাবটি ঘন্টা খানেকের মধ্যেই বাফুফের চিঠির উত্তর দিয়েছে।

পাশাপাশি ফাহমিদুলকে বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য ক্লাব থেকে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে সামাজিক মাধ্যমে এক পোস্টে।

মার্চ উইন্ডোতে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রাথমিক স্কোয়াডেও ডাক পেয়েছিলেন ফাহমিদুল। সৌদি আরবে সপ্তাহ খানেক দলের সঙ্গে অনুশীলনও করেছিলেন। এরপর সৌদি থেকে অন্য সকল ফুটবলার ঢাকা আসলেও ফাহমিদুল ইতালি ফিরে গেছেন। কোচ ফাহমিদুলকে বাদ দেয়ায় কড়া সমালোচনার মধ্যে পড়েছিলেন। ফুটবলপ্রেমী সমর্থকরা ফাহমিদুলকে ফেরানোর জন্য আন্দোলন করেছিলেন। এই বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে তলবও করেছিলেন।

বাফুফের জাতীয় দল কমিটি এপ্রিল মাসে তৃতীয় সপ্তাহে একটি সভা করেছিল। সেই সভায় কমিটির সদস্যরা ফাহমিদুলকে ঢাকার মাঠে পুনরায় দেখার আহ্বান জানান কোচের কাছে। কোচ সেই দিনের সভায় ফাহমিদুলকে চূড়ান্ত দলে না রাখার অনেক যুক্তি দিলেও শেষ পর্যন্ত কোচ আবার ফাহমিদুলকে পুনরায় বাংলাদেশ দলে ডেকেছেন।

১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। ৪ জুন রয়েছে একটি প্রীতি ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ক্যাম্প শুরু হবে ৩১ মে থেকে। বাফুফে ক্যাম্পের শুরু থেকেই ফাহমিদুলকে চেয়েছে। জাতীয় দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা গত ম্যাচে ফাহমিদুলকে বাদ দিয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছিলেন। এবার তিনি কি করেন সেটা দেখার অপেক্ষায় ফুটবলাঙ্গন। পাশাপাশি বাফুফে কর্তারাও ঢাকায় নিজেদের চোখে ফাহমিদুলের অনুশীলন দেখার জন্য মুখিয়ে আছেন।

ফাহমিদুলের পাশাপাশি হামজা চৌধুরি ও সামিত সোমের ক্লাবের সঙ্গেও বাফুফে চিঠির আদান-প্রদান করছে। দুই হাই প্রোফাইল ফুটবলারকে ক্যাম্প শুরুর ১-২ দিনের মধ্যেই আনার সর্বাত্নক চেষ্টা করছে ফেডারেশন। জাতীয় দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দল নির্বাচন বরাবরই প্রশ্নবিদ্ধ। সিঙ্গাপুরের ম্যাচের প্রাথমিক স্কোয়াডে তিনি কাদের ডাকেন সেটা দেখার অপেক্ষায় ফুটবলাঙ্গন।

এফপি /টিএ

Share this news on:

সর্বশেষ

img
হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত যুবক May 17, 2025
img
লবণের বাইরে যেসব খাবার বাড়াতে পারে উচ্চ রক্তচাপ May 17, 2025
img
দাউদকান্দিতে সালিস বৈঠক শেষে যুবককে হত্যা May 17, 2025
img
নারীর এভারেস্ট জয়ের অর্ধশতক, বাড়ছে নারী পর্বতারোহীর সংখ্যা May 17, 2025
img
‘সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহা সংকটে পড়বে’ May 17, 2025
img
মেলোনিকে স্বাগত জানাতে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী May 17, 2025
img
রাজধানী ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস May 17, 2025
img
বিয়ে বাড়িতে অভিনেতাদের নাচ নিয়ে সমালোচনার ঝড়, কী বললেন নওয়াজউদ্দিন? May 17, 2025
img
ঐ আইনজীবীর কোন কাজ নাই বলে উকিল নোটিশ পাঠিয়েছে: মারিয়া মীম May 17, 2025
img
'জনগনের প্রত্যক্ষ ভোটে বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করবে' May 17, 2025