ভারতের ওড়িশায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার বিভিন্ন এলাকায় একদিনে বজ্রপাতে ৯ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন নারী রয়েছেন।

রাজ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৩ জন কোরাপুট, ২ জন জাজপুর, ২ জন গাঞ্জাম, একজন ধেনকেনাল ও একজন গাজাপাতি জেলার বাসিন্দা ছিলেন।

কোরাপুট জেলার এক পুলিশ কর্মকর্তা ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইনকে বলেন, শুক্রবার বজ্রপাতে নিহত তিনজন একই পরিবারের সদস্য। অন্যান্য দিনের মতো সকালেও তারা খেতে কাজ করতে গিয়েছিলেন। ব্যাপক বর্ষণের কারণে তারা খেতের নিকটস্থ একটি খালি চালাঘরে আশ্রয় নেন। সেই চালাঘরের ওপর বজ্রপাত হয় এবং ঘটনাস্থলেই তিন নারী নিহত হন। নিহতরা হলেন ব্রুধি মানডিঙ্গা (৬০), তার নাতনি কাসা মানডিঙ্গা (১৮) এবং অম্বিকা কাশী (৩৫)।

নিহতদের সঙ্গে গুরুতর আহত হয়েছেন ব্রুধি মানডিঙ্গার স্বামী হিঙ্গু মানডিঙ্গা (৬৫), যাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাজপুর জেলার দুইজন নিহত কিশোরবয়সী— তারে হেমব্রম (১৫) ও টুকুলু ছাত্তার (১২)। জাজপুর পুলিশ সূত্রে জানা গেছে, তারা বুরুসাহি গ্রামের বাসিন্দা এবং নিজ বাড়িতে অবস্থানকালে বজ্রপাতে নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় তারা নিজেদের কাঁচা বাড়ির বারান্দায় বসেছিল, হঠাৎ বজ্রপাত ঘটে এবং ঘটনাস্থলেই মারা যান।

গাঞ্জাম জেলার বারিদা ও বেলাগুন্ঠা গ্রামে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে একজন কিশোর (১৩) এবং এক তরুণী (২৩) নিহত হন। বারিদা গ্রামের নিহত কিশোর ওম প্রকাশ প্রধান সপ্তম শ্রেণীর ছাত্র ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) ওড়িশার ৭ জেলায় বজ্রপাত ও মৌসুমি ঝড় সংক্রান্ত লাল সতর্ক সংকেত জারি করেছে। ওই জেলাগুলো হলো কোরাপুট, কুট্টাক, খুর্দা, নয়াগড়, জাজপুর, বালাসোর এবং গাঞ্জাম।

প্রতি বছর বর্ষাকালে ভারতে বজ্রপাতের কারণে শত শত মানুষের মৃত্যু হয়। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে বজ্রপাতজনিত মৃত্যুর হার অনেক বেশি। অধিকাংশ মৃত্যু ঘটে দেশের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতে বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের আবহাওয়া দপ্তরের অধীন ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটেরোলজি একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় ১৯৯৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত ১০ বছরে প্রতি বছরই বজ্রপাতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

একটি পৃথক প্রতিবেদনে ভারতের অলাভজনক সংস্থা ক্লাইমেট রিসাইলিয়েন্ট অবজার্ভিং সিস্টেমস প্রোমোশন কাউন্সিল জানিয়েছে, ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত বজ্রপাতজনিত মৃত্যুর হার ৩৪ শতাংশ বেড়েছে ভারতে।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা বাড়তে পারে সামান্য Sep 15, 2025
img
জেনে নিন ওষুধ ছাড়াই মাইগ্রেনের ব্যথা হ্রাসে সহায়ক খাবারসমূহ সম্পর্কে Sep 15, 2025
img
কোলেস্টেরল নিয়ন্ত্রণে দেশি সবজি, কমাবে হৃদরোগের ঝুঁকি Sep 15, 2025
img
নড়াইল-যশোর মহাসড়কে দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ প্রাণ হারাল ৩ Sep 15, 2025
img
বরগুনায় ইউপি সদস্যের মুরগির খামার থেকে ৬২ বস্তা সার জব্দ Sep 15, 2025
img
মালদ্বীপ প্রবাসীদের জন্য হাইকমিশনের কনস্যুলার ক্যাম্প আয়োজন Sep 15, 2025
img
ম্যানচেস্টার ডার্বিতে সিটির দাপুটে জয় Sep 15, 2025
img
মালয়েশিয়া প্রবাসীদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ Sep 15, 2025
img
ভারী বৃষ্টিপাতে কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা Sep 15, 2025
img
পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন উন্মুক্ত হচ্ছে আজ Sep 15, 2025
img
কক্সবাজার স্টেডিয়ামে ভাঙচুর : ছাত্রদল নেতাসহ ৭০০ জনের বিরুদ্ধে মামলা Sep 15, 2025
img
ধানের শীষই দেশের মানুষের মুক্তির পথ : আফরোজা খানম Sep 15, 2025
"বাংলাদেশকে মেনে নিয়ে আমরা রাজনীতি করছি" Sep 15, 2025
"দলের ঊর্ধ্বে উঠে জুলাই সনদ বাস্তবায়নে আমরা আশাবাদী" Sep 15, 2025
যেভাবে শুরু হয় ঐকমত্য কমিশনের যাত্রা, জানালেন আলী রিয়াজ Sep 15, 2025
একদিনে ১২৬ মিলিমিটার বৃষ্টি, চলবে আরও ৫ দিন Sep 15, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Sep 15, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Sep 15, 2025
"জাতীয় সনদ নয়, নাম হতে হবে জুলাই সনদ" Sep 15, 2025
জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে বললেন প্রধান উপদেষ্টা Sep 15, 2025