যে কারণে মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে নুরুল হক

মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর ডিওএইচএসের বাসভবনের নিচে গিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। গণঅধিকার পরিষদের শেরেবাংলা থানার আহ্বায়ক জিল্লুর হোসেনকে অন্যায়ভাবে আটকের কৈফিয়ত চাইতে শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে তিনি উপদেষ্টার বাসভবনের নিচে অবস্থান নেন।

এ সময় নুর ভিডিওবার্তায় বলেন, এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমানের বিরুদ্ধে প্রতিবাদ করায় এনবিআর একটি মামলা করেছিল। সেই মামলায় গণঅধিকার পরিষদের শেরেবাংলা থানার আহ্বায়ক জিল্লুর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আমি পরে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলায় তারা জানায়, সরকারের মহল থেকে এই মামলা করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, বর্তমানে অনেক উপদেষ্টাদের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে, অনেকের সুরক্ষা হচ্ছে। এ কারণে এনবিআরের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। কারণ তিনি, আওয়ামী লীগের আমলে সচিব ছিলেন।

আর তিনি এখন চেয়ারম্যান হয়েছেন বলে তার বিরুদ্ধে কথা বলা যাবে না, কথা বললেই তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে ধরতে হবে, এটা একেবারে শেখ হাসিনা স্টাইল। এই স্টাইলকে আমরা সমর্থন করতে পারি না। যে কারণেই আমরা মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের নিচে আসছি। আমরা জবাব চাই, কেন আমাদের সহযোদ্ধাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলো।

পরবর্তী সময়ে সোয়া ৪টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা হয় নুরুল হকের। এরপর নুর আরেকটি ভিডিওবার্তায় বলেন, ফ্যাসিবাদ পতনের অংশ হিসেবে প্রশাসনসহ আমলাতন্ত্রের ভেতরে যারা আছে তাদের অপসারণ করা সময়ের দাবি। সেই জায়গা থেকেই এনবিআরের চেয়ারম্যানের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল। কিন্তু এনবিআরের চেয়ারম্যান প্রতারণার আশ্রয় নিয়ে সরকারকে ভুল বুঝিয়ে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। যে কারণে আমাদের এই সহযোদ্ধাকে থানায় আটক রাখা হয়েছে।

তিনি বলেন, যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা ঘুমিয়ে ছিলেন। পরবর্তী সময়ে তিনি রাত সোয়া ৪টার দিকে আমাদের সঙ্গে দেখা করেছেন। তিনি এই বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সব বিষয়ে যথাসময়ে রেসপন্স করতে না পারলেও আমরা যেন তাকে মেসেজ করে রাখি। তাহলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। হয়তো সব সময় তার কাছে ফোন থাকে না বা সব কিছু তার নলেজে থাকে না।

এসএন 

Share this news on:

সর্বশেষ