ভারতের দুই টেস্ট মহারথী রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। এরপর গত শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার নামে একটি স্ট্যান্ড উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আবেগতাড়িত হয়ে পড়েন রোহিত, যেখানে তিনি বাবা-মা থেকে শুরু করে তার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তার পাশে ছিলেন স্ত্রী রিতিকা সাজদেহ।
রোহিত শর্মা বলেন, ‘আমি কখনও স্বপ্নেও ভাবিনি যে আজ এমন একটি মুহূর্তের সাক্ষী হব। ছোটবেলা থেকেই আমি মুম্বাইয়ের হয়ে খেলতে চাইতাম, ভারতের হয়ে খেলতে চাইতাম। চেয়েছিলাম খেলাটির সেরাদের একজন হয়ে উঠতে। ভাষায় প্রকাশ করা কঠিন, আমি এখনও খেলে যাচ্ছি। আমি যখন এখানে (ওয়াংখেড়ে স্টেডিয়ামে) মুম্বাইয়ের হয়ে খেলব, তখন আমার নামে একটি স্ট্যান্ড থাকবে—এটা কতো দারুণ ব্যাপার! আন্তর্জাতিক ম্যাচে যদি খেলা হয়, তবে সেটা আরও অসাধারণ হবে।’
বর্তমানে রোহিত শর্মা ওয়ানডে ফরম্যাটে খেলছেন এবং মুম্বাইয়ের এই বিখ্যাত মাঠে ওয়ানডে খেলতে চান—এটি তার কথায় স্পষ্ট। তিনি আরও যোগ করেন, ‘আজ যা ঘটেছে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আপনি অনেক মাইলফলক অর্জন করতে পারেন, কিন্তু এটা (স্ট্যান্ডের নামকরণ) সত্যিই বিশেষ কিছু। ওয়াংখেড়ে একটি আইকনিক স্টেডিয়াম, যেখানে আমার অসাধারণ স্মৃতি রয়েছে। এই দিনটিকে বিশেষ করে তোলার জন্য পাওয়ার সাহেব (শরদ পাওয়ার) ও দেবেন্দ্র ফরড়নবিশকে আমি বিশেষ ধন্যবাদ জানাই।’