সংযুক্ত আরব আমিরাত ম্যাচে লিটনের মূল লক্ষ্য—সিরিজ জয় ও ভুল শোধরানো

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সফরে যাওয়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস একটি পরিষ্কার লক্ষ্য ঘোষণা করেছিলেন—‘সিরিজ জিতব’। বিদেশের মাটিতে এই লক্ষ্যকে সামনে রেখে এবার বাংলাদেশ দল মাঠে নামছে। লিটনের দুইটি চাওয়া রয়েছে—সিরিজ জয় এবং আগের ভুলগুলো শোধরানো।

আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টাইগাররা লড়াই শুরু করবে সেই লক্ষ্য পূরণের পথে। রাত ৯টায় শুরু হবে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। এর আগে শুক্রবার বিসিবির পাঠানো এক ভিডিওবার্তায় লিটন দাস নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

লিটন বলেন, ‘দলের যেসব জায়গায় (উন্নতির জন্য) কিছুদিন ধরে কাজ করা হয়েছে, সেটা কতটুকু কার্যকর হয়েছে, সেটাও এই সিরিজে আমরা দেখতে চাইব।’ তিনি আরও বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য দুটি ম্যাচই জেতা।’

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে এবং সবকটিতে জয় পেয়েছে। তবে এই প্রথম ম্যাচে টাইগার অধিনায়ক স্বাগতিকদের শক্তিকে সম্মান জানিয়ে বলেন, ‘আমাদের মাঠে তারা ভালো খেলে। স্বাগতিক হওয়ায় বর্তমান কন্ডিশন সম্পর্কে তাদের ভালো ধারণা আছে।’

লিটন আরও বলেন, ‘বাংলাদেশও ভালো দল, র‌্যাংকিং ও শক্তিতে অনেক এগিয়ে। তবুও টি-টোয়েন্টি ফরম্যাটে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। আমরা ভালো ক্রিকেট খেলতে সর্বোচ্চ চেষ্টা করব। এই ফরম্যাটে সময়-সময় চাপের মুখোমুখি হতে হয়। আমি চাই সবাই যেন নিজেদের দায়িত্ব পালন করে নির্ভার হয়ে খেলতে পারে এবং ক্রিকেট উপভোগ করে। ফলাফল গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সঠিক প্রক্রিয়া অনুসরণ করে খেলা। সেটাই করলে সময়ের সাথে ভালো ফল আসবেই।’

সংযুক্ত আরব আমিরাতে এসে বাংলাদেশ দল দুদিন অনুশীলন করেছে। সেখানে প্রচণ্ড গরম থাকার কারণে রাতের ম্যাচ আয়োজন করা হচ্ছে। আজকের টি-টোয়েন্টি ম্যাচ দুটোই শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ