ব্রাজিল দলের ডাগআউটে রিয়ালের সাবেক সহকারী কোচ

কার্লো আনচেলত্তি আসছেন সেটা নিশ্চিত। তবে ব্রাজিলের ডাগআউটে তার সহকারী কে হবেন, তা নিয়ে আছে নানা প্রশ্ন। কেউ বলছেন ছেলে দাভিদ আনচেলত্তিকেই উড়িয়ে আনবেন ইতালিয়ান এই কোচ। আবার কোনো কোনো গণমাধ্যমের ভাষ্য, দাভিদ আনচেলত্তি বাবার ছায়া থেকে বেরিয়ে এবার নিজের একটা নতুন শুরু চান।
 
যদিও দ্বিতীয় রাস্তাটাই এখন অনেক বেশি পরিস্কার। আগে থেকেই গুঞ্জন ছিল দাভিদ ব্রাজিলে আসছেন না। বরং স্কটল্যান্ডের ক্লাব রেঞ্জার্স থেকে তার জন্য প্রস্তাব এসেছে এমন খবরই জানাচ্ছে ইউরোপের গণমাধ্যমগুলো। তাহলে ব্রাজিলে আনচেলত্তির ডেপুটি কে?

উত্তরে ব্রাজিলের গ্লোবো স্পোর্টস এবং ইএসপিএন জানাচ্ছে পল ক্লেমেন্টের নাম। ইংলিশ এই কোচ এর আগে রিয়াল মাদ্রিদে আনচেলত্তির সহকারী ছিলেন। শুধু রিয়াল নয় চেলসি, প্যারিস সেন্ট জার্মেই, বায়ার্ন মিউনিখেও আনচেলত্তির সঙ্গেই কাজ করেছেন ৫৩ বছর বয়েসী এই ব্রিটিশ কোচ।
 
এছাড়া হেডকোচ হিসেবে ছিলেন ইংল্যান্ডের সোয়ানসি সিটি, ডার্বি কাউন্টি, রিডিং এবং সার্কল ব্রুজের হয়ে। ২০২৩ সালের জানুয়ারিতে এভারটন ছাড়ার পর থেকে আর নতুন কোনো দলে যোগ দেননি ক্লেমেন্ট। এক বছর বিরতির পর তাকে আবার ফুটবল মাঠে আসার সুযোগ করে দিচ্ছেন আনচেলত্তি। ইএসপিএন তাদের সূত্রের বরাতে জানায়, আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগেই দলে যোগ দিতে পারেন ক্লেমেন্ট।
 
গ্লোবো স্পোর্টস অবশ্য ব্রাজিলে আনচেলত্তির সহকারী প্রসঙ্গে আরও কয়েকজনের নাম সামনে এনেছে। তাদের ভাষ্য, বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের কোচিং স্টাফে থাকছেন দাভিদ আনচেলত্তি। তবে এরপর খুব বেশি সময় থাকছেন না বাবা কার্লোর সঙ্গে।সেলেসাওদের ক্যাম্পে আরও আসছেন ফ্রান্সেসকো মাউরি। ফিটনেস ট্রেইনারের দায়িত্বে আসবেন আনচেলত্তির জামাতা বেঞ্জামিন ফুলকো।

পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে আসবেন ৫২ বছর বয়সী সিমোন মনতানারো। ২০১৮ সাল থেকেই তিনি আছেন আনচেলত্তির সঙ্গে। আর গোলরক্ষক কোচ হিসেবে থাকছেন ব্রাজিলের ৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক ক্লদিও তাফারেল।

উল্লেখ্য, নতুন কোচ আনচেলত্তির অধীনে বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৬ জুন ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১১ জুন তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। আনচেলত্তি ২৬ মে ব্রাজিলের দায়িত্ব নিয়েই এই দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করবেন।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ব্রিজে ১৩ বগি রেখে চলে যাওয়া ট্রেন উদ্ধার May 18, 2025
img
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় বরখাস্ত প্রাথমিক শিক্ষক May 18, 2025
img
ধার করে গ্রাহকের টাকা পরিশোধ অনাকাঙ্ক্ষিত: অর্থ উপদেষ্টা May 18, 2025
img
ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডের নতুন নাম জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ May 18, 2025
img
ঢাকার রাজপথে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, আর দাফন হয়েছে দিল্লিতে: সালাহউদ্দিন আহমেদ May 18, 2025
img
আরব আমিরাতের বিপক্ষে ২৭ রানের জয় বাংলাদেশের May 18, 2025
img
করিডর বা বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: তারেক রহমান May 18, 2025
img
যুদ্ধবিরতি না হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারে ঝুঁকতো ভারত-পাকিস্তান: ট্রাম্প May 18, 2025
img
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে প্রার্থী বাংলাদেশ May 18, 2025
img
আইসিইউতে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ডিফেন্ডার May 18, 2025