দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে পা রেখেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে আজ (শুক্রবার) শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
শারজাহ স্টেডিয়ামের পরিবেশ ও কন্ডিশনের সঙ্গে অনেকটাই পরিচিত টাইগার ক্রিকেটাররা। এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ এবং তিনটিতেই জয়ের মুখ দেখেছে। যদিও আইসিসির দীর্ঘদিনের পূর্ণ সদস্য একটি দলের জন্য এটি বড় কিছু মনে নাও হতে পারে, তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এই সাফল্য আত্মবিশ্বাস বাড়ানোর মতোই।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে নিজেদের ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেয় বাংলাদেশ, যেখানে একটি ম্যাচে পরাজিত হতে হয়। সাম্প্রতিক সময়ের এই পারফরম্যান্সের ধকল কাটিয়ে উঠতে সংযুক্ত আরব আমিরাত ও এরপর পাকিস্তান সিরিজে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা।
আজকের ম্যাচে ব্যাট হাতে ইনিংস শুরু করবেন অধিনায়ক লিটন কুমার দাস। তার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে বাঁ-হাতি ব্যাটার তানজিদ হাসান তামিমকে। এরপর একাদশে থাকছেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী এবং উইকেটরক্ষক জাকের আলী অনিক।
স্পিন আক্রমণে দায়িত্ব নিতে পারেন দুই অলরাউন্ডার রিশাদ হোসেন এবং সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান। পেস বোলিংয়ে মুস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।
এসএস/এসএন