পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও ওয়াঘা সীমান্ত ক্রসিং দিয়ে আফগান বাণিজ্যিক পণ্য বহনকারী পাঁচটি ট্রাক ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। শুক্রবার (১৬ মে) সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এই তথ্য জানিয়েছে দ্য ইন্টারন্যাশনাল নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল লজিস্টিক সেল (এনএলসি) এর তত্ত্বাবধানে কয়েক সপ্তাহ ধরে ওয়াঘা বন্দরে আটকে থাকা ট্রাকগুলোকে অবশেষে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এই ট্রাকগুলোতে আফগান শুকনো ফল ছিল এবং এগুলো পাকিস্তানি চালকদের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। ভারত সরকার চালকদের সীমান্ত অতিক্রমের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করে দেয়। গত মাসে পাকিস্তান-ভারত সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর আফগান সরকার পাকিস্তানের কাছে অনুরোধ জানায়, যাতে ১৫০টি ট্রাক ভারতে ট্রানজিটের অনুমতি পায়।
এরপর ১ মে পাকিস্তান শর্তসাপেক্ষে এই ট্রাক চলাচলের অনুমতি দেয়। তবে ভারতীয় পক্ষ থেকে চালকদের প্রবেশের অনুমতি দিতে বিলম্ব ঘটে, যা চলমান সীমান্ত উত্তেজনাকে আরও দীর্ঘায়িত করে। তবে অবশেষে পাঁচটি ট্রাক ভারতে প্রবেশ করতে সক্ষম হয়, যা আঞ্চলিক বাণিজ্যে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানি পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় স্থগিত হয়ে যায়। পরে ভারত ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিলে পাকিস্তান বাণিজ্যিক সম্পর্ক আরও সীমিত করে দেয়। তবে আফগানিস্তান ও ভারতের মধ্যে ট্রানজিট বাণিজ্য ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে চলছিল।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সর্বশেষ পাঁচটি ট্রাক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছে। পাকিস্তানি কর্মকর্তারা এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবে আশা করা হচ্ছে ভবিষ্যতে আরও ট্রাক এই পথে ভারতে যাবে, যা আঞ্চলিক শান্তি ও বাণিজ্যিক সম্ভাবনার নতুন জানালা খুলে দিতে পারে।
এসএস/এসএন