সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার দিনের প্রথম ম্যাচে ৭০ রানে হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের দেওয়া ২৪৬ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শেষ দিনে বাংলাদেশ অলআউট হয় ১৭৫ রানে।
এর আগে দুর্দান্ত বোলিংয়ে দিনের শুরুটা করেছিল বাংলাদেশ। ৫ উইকেটে ২১৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে কিউইরা।
দিনের শুরুতেই সেঞ্চুরি হাঁকানো নিক কেলিকে ফেরান নাঈম হাসান। এরপর দ্রুতই গুটিয়ে যায় নিউজিল্যান্ড ‘এ’ দলের ইনিংস। ৮০.১ ওভারে ২৫৭ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। আর তাতেই বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৪৬।
বাংলাদেশের হয়ে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, ৪ উইকেট নেন নাঈম হাসান।
২৪৬ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। ইনিংস উদ্বোধনে নামা এনামুল হক বিজয় ফেরেন মাত্র ১৬ রান করে। এরপর দ্রুতই সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয় ও অমিত হাসান।
এক পর্যায়ে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। সেখান থেকে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন জাকির হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন। ৮৯ বলে ৫০ রান করে জাকির হাসান ফিরে গেলে ভাঙে গুরুত্বপূর্ণ জুটি।
এরপর ক্রিজে যোগ দেন নুরুল হাসান সোহান। অঙ্কনের সঙ্গে মিলে গড়তে থাকেন আরেকটি সম্ভাবনাময় জুটি।
কিন্তু সোহান ৫২ বলে ২৭ রান করে আউট হলে আবারও চাপে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। এরপর দ্রুতই ফেরেন নাঈম হাসান, করেন মাত্র ৬ রান ৫ বলে। একপ্রান্ত আগলে রেখে অঙ্কন চেষ্টা চালিয়ে গেলেও অন্যপ্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে দল।
শেষ সময়ে এসে বাংলাদেশ দলের বিপদ আরো বাড়িয়ে দেন নিউজিল্যান্ড ‘এ’ দলের লেগস্পিনার আদিত্য অশোক। এক ওভারেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। সেই ওভারেই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দ্রুতই পড়ে যায় নবম উইকেট। শেষ ব্যাটার খালেদ আহমেদ আউট হলে ১৭৫ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।
অন্যপ্রান্তে লড়াই চালিয়ে যাওয়া মাহিদুল ইসলাম অঙ্কন ১৬৭ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন।
এফপি/এ্সএন