গত বছর তুফানি সাফল্যের পর ‘তাণ্ডব’ এর মধ্য দিয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ফের এক হলেন নির্মাতা রায়হান রাফী। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব ও রাফীর নতুন এই সিনেমা। শোনা যাচ্ছে, ছবিটির শুটিংয়ের কাজ অনেকটাই সম্পন্ন; বাকি রয়েছে শেষের দিকের কিছু কাজ।
এদিকে গত শুক্রবার শাকিব খান ও ‘তাণ্ডব’ টিমের দল শুটিংয়ের কাজ সারতে শ্রীলঙ্কায় পাড়ি জমান। সেইখানে এই ছবির গান ও শেষের কিছু অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের কাজ করা হবে শ্রীলঙ্কা থেকে। শাকিবের সঙ্গে রয়েছেন সাবিলা নূরসহ ‘তাণ্ডব’ ছবির টেকনিক্যাল ক্রু ও অন্যান্য সদস্যরা।
এরই মধ্যে ছবিটি নিয়ে পাওয়া গেল নতুন এক খবর। সঙ্গে দেখা গেল ‘তাণ্ডব’ এ শাকিবের নতুন এক রুপ অর্থাৎ ছবিটির সেকেন্ড পোস্টার। এর আগে গত এপ্রিলে শাকিব খানের জন্মদিনে আসে ‘তাণ্ডব’ এর ফার্স্ট লুক। এবার দেখা মিলল এই ছবির সেকেন্ড লুক। বরাবরের মতো শাকিব খানকেই দেখা গেল সেখানে। তবে বলা যায়, রায়হান রাফীর এই ছবিতে সেই চিরচেনা লুকেই দেখা মিলল মেগাস্টারকে।
শাকিব খানের এখনকার সিনেমা মানেই অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি। পোস্টারে তার হাতে পিস্তল কিংবা অস্ত্র এখন নিয়মিত বিষয়। ‘তাণ্ডব’ এর ফার্স্ট লুকে যেমন শাকিবের হাতে পিস্তল দেখা গিয়েছিল। এবারের পোস্টারেও ফুটে উঠল নায়কের রাফ অ্যান্ড ইনটেনস লুক! হাতে অস্ত্র, চোখে সানগ্লাস- যেন কোনো এক প্রতিশোধ নিতে প্রস্তত শাকিবের এই চরিত্রটি।
পোস্টারের ব্যাকগ্রাউন্ থেকেও নজর সরানো দায়। ধোঁয়ার মাঝে ধ্বংসস্তূপ একটি পরিবেশ। সিনেমাটির এই লুকে যে এক ধরনের রোমাঞ্চ ও রহস্য তৈরি হয়েছে, তা আর বলার বাকি রাখে না।
তবে পোস্টারটি প্রকাশের সঙ্গে বিশেষ এক বার্তাও দিয়েছেন নির্মাতা রায়হান রাফি ও মেগাস্টার শাকিব খান। শনিবার সন্ধ্যায় ফেসবুকে পোস্টারের ছবি প্রকাশ করে উল্লেখ করা হয়, ‘চোখ রাখুন স্ক্রিনে, বিনাশকারী তাণ্ডব হবে কাল ঠিক সকাল ১১:৩০ এ!
‘তাণ্ডব’ নিয়ে আগাগোড়াই দর্শক আগ্রহ তুঙ্গে। আর এই নতুন পোস্টার প্রকাশের পর সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বেড়েছে- বলাই যায়। ধারণা করা হচ্ছে, রোববার সকাল সাড়ে ১১ টার দিকে আসতে পারে ছবিটির টিজার। মন্তব্যঘরে যা নিয়ে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে দর্শকেরা।অ্যাকশন থ্রিলার ঘরানার ‘তাণ্ডব’ এর প্রযোজনায় আছে এসভিএফ, আলফা-আই ও চরকি।
এমআর/টিএ