দীর্ঘ অনেক বছর পর আবারও ফিরছে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’। আগামী বছরের ঈদে এর নতুন পর্ব আসছে বলে মুক্তির সুখবর জানিয়েছে নির্মাতারা। এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম।
ইন্ডিয়া টুডে বলছে, নতুন গল্প, নতুন চরিত্র আর আগের মতোই মজার ছলে ফিরছে ‘ধামাল ৪’ সিনেমা।মুক্তি পাচ্ছে ২০২৬ সালের ঈদে।
জানা গেছে, মালশেজ ঘাটে প্রথম দফার শুটিং হয়েছে, এখন দ্বিতীয় লটের শুটিং চলছে মুম্বাইতে।
‘ধামাল’ এর চতুর্থ পর্বে মুখ্য ভূমিকায় থাকছেন অজয় দেবগন। সিনেমাটিতে অজয়ের সঙ্গে থাকছেন রিতেশ দেশমুখ, আর্জাদ ওয়ারসি, সঞ্জয় মিশ্র ও জাভেদ জাফরি।
নতুন করে যুক্ত হয়েছেন সানজিদা শেখ, অঞ্জলি আনন্দ, উপেন্দ্র লিমায়ে, বিজয় পাটকর ও রবি কিশন।
২০০৭ সালে প্রথম ‘ধামাল’ মুক্তি পায়। তখন থেকেই এই সিরিজ দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়। এরপর আসে ‘ডাবল ধামাল’ (২০১১) ও ‘টোটাল ধামাল’ (২০১৯)।
তৃতীয় ছবিতে অজয়ের সঙ্গে ছিলেন অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, ইশা গুপ্তা ও বোমান ইরানি।
‘ধামাল ৪’ প্রযোজনা করছেন অজয় দেবগন, ভূষণ কুমার, কৃষণ কুমার, অশোক ঠাকেরিয়া, ইন্দ্র কুমার, আনন্দ পণ্ডিত ও কুমার মঙ্গত পাঠক।
এফপি/এ্সএন