কানে আবারও নজর কাড়লেন জ্যাকলিন, বলিপাড়ায় ‘টক অফ দ্য টাউন’
মোজো ডেস্ক 02:20PM, May 18, 2025
গত বছর কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে অভিষেক হয়েছিল জ্যাকলিন ফার্নান্ডেজের। প্রথমবারেই উজ্জ্বল উপস্থিতিতে নজর কাড়েন তিনি। সেই ধারাবাহিকতায় এবারও দ্বিতীয়বারের মতো ঐতিহ্যবাহী এই ফেস্টিভ্যালে দ্যুতি ছড়ালেন বলিউডের এই শ্রীলঙ্কান অভিনেত্রী।
চলতি বছর কানের প্রথম দিনেই লাল গাউন পরে রেড কার্পেটে হাঁটেন জ্যাকলিন। তাঁর লুক ও স্টাইল প্রশংসা কুড়িয়েছে পশ্চিমা বিনোদনমহলেও। বলিপাড়াতেও জ্যাকলিনের এই কান লুক এখন ‘টক অফ দ্য টাউন’।
সম্প্রতি মাকে হারানোর শোক বয়ে বেড়াচ্ছেন তিনি। সেই কষ্ট নিয়েই অংশ নিয়েছেন ফ্রেঞ্চ রিভেরাঁয় বিশ্বের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র উৎসবে। শুধু তাই নয়, গেল এক বছর ধরে আইনি জটিলতা এবং ব্যক্তিগত সম্পর্কের নানা গুঞ্জনেও ছিলেন আলোচনায়। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্ক ঘিরে বিতর্কে জড়ান তিনি, যা এখনও চলমান।
তবুও সব বাধা পেরিয়ে নিজের ক্যারিয়ার ও উপস্থিতির মাধ্যমে বারবার প্রমাণ করে চলেছেন, থেমে যাননি জ্যাকলিন। কান চলচ্চিত্র উৎসবে তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি যেন সেই প্রমাণেরই আরেক দৃশ্যমান রূপ।