কাশ্মিরের নিরাপত্তায় এবার সাবেক সেনা সদস্যদের মাঠে নামাচ্ছে ভারত

টানা বেশ কয়েকদিনের হামলা, পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে-অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন।

এমন অবস্থায় নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতশাসিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা রক্ষায় এবার ভারতীয় সেনাবাহিনীর সাবেক সদস্যদের নিয়োজিত করতে চলেছে দেশটির কেন্দ্রীয় সরকার। শনিবার (১৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বার্তাসংস্থাটি বলছে, কাশ্মিরে নিরাপত্তা জোরদারে এবার সাবেক সেনাদের মাঠে নামাচ্ছে ভারত সরকার। গত সপ্তাহে পাকিস্তানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির পর শনিবার ভারতের কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এর আগে গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। পরে উভয় দেশের সংঘর্ষে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটে।

জম্মু ও কাশ্মির প্রশাসনের এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রশাসিত এই অঞ্চলটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় সাবেক সেনা সদস্যদের কাজে লাগানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারি তথ্যমতে, প্রায় ৪ হাজার সাবেক সেনা সদস্যকে নন-কমব্যাট্যান্ট স্বেচ্ছাসেবক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৪৩৫ জনের কাছে লাইসেন্সধারী ব্যক্তিগত অস্ত্র রয়েছে। সরকার বলছে, স্থানীয় পর্যায়ে নিরাপত্তা পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

এএফপি বলছে, ভারতশাসিত কাশ্মিরে সাবেক সেনা সদস্যরা মূলত “স্ট্যাটিক গার্ড” হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের উপস্থিতি প্রতিরোধমূলক ভূমিকা রাখবে এবং স্থানীয়ভাবে নিরাপত্তা সমন্বয়ও বাড়াবে বলেও মনে করছে প্রশাসন।

অবশ্য ভারতশাসিত কাশ্মিরে ইতোমধ্যে প্রায় ৫ লাখ ভারতীয় সেনা মোতায়েন রয়েছে। অঞ্চলটি দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের কেন্দ্রবিন্দু। ১৯৮৯ সাল থেকে ভারত-শাসিত কাশ্মিরে বিদ্রোহী গোষ্ঠীগুলো স্বাধীনতা অথবা পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার দাবিতে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে।

২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার কাশ্মিরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জারি করলে সেখানে সংঘর্ষ অনেকটাই কমে আসে। তবে গত বছর কাশ্মিরের দক্ষিণাঞ্চলে কয়েকটি প্রাণঘাতী হামলার পর হাজার হাজার অতিরিক্ত সেনা এবং স্পেশাল ফোর্স মোতায়েন করে ভারত।

তিন বছরে এসব হামলায় অন্তত ৫০ সেনা নিহত হন। এর আগে করোনা মহামারির সময়ও ২৫০০ জন সাবেক সেনা সদস্যকে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত করা হয়েছিল বলে জানিয়েছে সরকার।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
১১ সরকারি প্রাথমিক স্কুলের নাম পরিবর্তন May 18, 2025
শাহরুখদের সাম্রাজ্যে ভাগ বসাবেন টম ক্রুজ ! আসছেন বলিউড মাতাতে May 18, 2025
হকারশূন্য সোহরাওয়ার্দী: উচ্ছেদের পর জীবিকার সংকটে শত পরিবার May 18, 2025
img
মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন May 18, 2025
img
বিদায় বেলায় পর্তুগিজ কাপ জিততে চান দি মারিয়া May 18, 2025
ক্ষমতার অপব্যবহার? খালেদা জিয়াকে হয়রানির অভিযোগে মামলা May 18, 2025
img
আজীবন নিষেধাজ্ঞার আশঙ্কায় অসুস্থ হয়ে পড়েছেন পাকেতা May 18, 2025
img
গাজায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু করল ইসরায়েল May 18, 2025
অন্ধকারে হোয়াইট হাউসের ইস্ট উইং, কোথায় হারালেন ট্রাম্প পত্নী? May 18, 2025
img
ফিনল্যান্ডে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের May 18, 2025
img
বিকেএসপি পরিচালনা বোর্ডে নতুন মুখ May 18, 2025
img
নগদের সিইও জালিয়াত, পদে থাকতে পারবে না : গভর্নর May 18, 2025
img
বলিউড সিনেমা নিয়ে রাম গোপাল ভার্মার বিস্ফোরক মন্তব্য May 18, 2025
img
বাবা মায়ের সন্তানকে সুরক্ষিত সেক্স করার জন্য উৎসাহিত করা উচিত: কঙ্গনা May 18, 2025
img
দৃষ্টিহীন সেজে প্যারালিম্পিকে সোনা, ধরা পড়ে চরম বিপাকে May 18, 2025
img
গুলিস্তানে আ.লীগের ঝটিকা মিছিলের সময় আটক ১১ May 18, 2025
রাজনীতি থেকে বিদায়, মিডিয়াতেই থাকবেন হিরো আলম May 18, 2025
img
শাহরুখ মনের দিক থেকে খুবই মধ্যবিত্ত: অনুভব সিনহা May 18, 2025
img
ডিএসসিসির কার্যক্রমে ব্যাঘাত, ভোগান্তিতে নাগরিকরা May 18, 2025
img
দিল্লির একাদশে মুস্তাফিজ রহমান May 18, 2025