ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার ব্লকেড কর্মসূচি

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। নগর ভবনে লাগাতার অবস্থান কর্মসূচি থেকে নতুন এই কর্মসূচির ঘোষণা অনুযায়ী সোমবার ব্লকেড কর্মসূচি পালন করবে তারা।

রোববার (১৮ মে) দুপুরে নগর ভবনে টানা ৪র্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান। এর ফলে সোমবার বেলা ১১ টা থেকে নগরভবন ব্লকেড ও এর আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি পালিত হবে।

এর আগে সকাল থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকাবাসী। পরে বেলা ১২টার দিকে নগর ভবনের সামনে থেকে আজও সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ নগরবাসী। নগর ভনের সামনে থেকে গুলিস্তান হয়ে, সচিবালয়, জাতীয় প্রেস ক্লাব, শিক্ষা ভবন প্রদক্ষিণ শেষে আবারও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি নিয়ে টানা ৪র্থ দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইশরাকপন্থিরা। নগরভবনে মূল ফটক আটকে এর সামনে অবস্থান নিয়েছে তারা। ফলে নগরভবনের ভেতরে ঢুকতে পারছে না সেবাগ্রহীতারা।

নগরভবনের সামনে অবস্থানকারী বিক্ষোভকারীরা বলেছেন, এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র। এরপরও কেনো তাকে এখনো শপথ পড়ানো হয়নি, তার ব্যাখ্যা চাই আমরা।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো না হবে, ততদিন আমরা একইভাবে নগর ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাবো এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এদিকে গতকাল শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। তবে সব আইনি পদক্ষেপ মেনে আমরা রায় পেয়েছি। কাজেই আদালতের এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা আদালত অবমাননা করছেন।

গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

রিজিক বৃদ্ধির সেরা আমল | ইসলামিক টিপস May 18, 2025
img
স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে: বাণিজ্য উপদেষ্টা May 18, 2025
img
বাংলাদেশিদের সহজ শর্তে ভিসা দিচ্ছে কুয়েত May 18, 2025
কোহলির মাধ্যমিক শ্রেণির রেজাল্ট ভাইরাল, গণিতে কত পেয়েছিলেন এই কিংবদন্তি? May 18, 2025
img
মুদ্রা ছাপাতে কেন ভারতের উপর নির্ভর করতে হয়েছিল পাকিস্তানকে? May 18, 2025
ইমন চারের থেকে ছয় মারতে বেশি পছন্দ করে: মিঠুন May 18, 2025
তামিম ভাইয়ের পর আমার সেঞ্চুরি, খুব ভালো লাগছে ; পারভেজ হোসেন ইমন May 18, 2025
টেস্ট থেকে সদ্য অবসর নেয়া বিরাট কোহলি কত টাকার মালিক May 18, 2025
পাক যুদ্ধের পর এবার মহাকাশেও ব্যর্থ ভারত, মাঝপথেই ধ্বংস রকেট May 18, 2025
জয়শঙ্করের স্বীকারোক্তিতে তোলপাড় ভারতে, কি বলেছিলেন পাকিস্তানকে? May 18, 2025
আসিফ মাহমুদের বাবা টেন্ডারবাজি করে, মানুষের জমি দখল করে May 18, 2025
img
বার্ড ফ্লু আক্রান্ত দেশ থেকে মুরগি আমদানি May 18, 2025
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও বেতন-ভাতার দাবিতে শিক্ষা ভবন ঘেরাও! May 18, 2025
img
"আথিয়ার মানসিক জোরে মুগ্ধ, সুনীল শেট্টির মন্তব্যে ঝড় সোশ্যাল মিডিয়ায়" May 18, 2025
ডলার এনডোর্সমেন্টে বাড়তি চার্জ নেওয়া বন্ধ May 18, 2025
আগামী নির্বাচনের সম্ভাব্যতা নিয়ে কথা বলছেন সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ May 18, 2025
ভারত যাচ্ছেন জয়, পাবেন মা হাসিনার সাক্ষাৎ! May 18, 2025
img
কন্নড় ভাষাকে ‘অপমান’-এর অভিযোগে বিপাকে সোনু নিগম May 18, 2025
img
দুধের দাম কমানোয় দিশাহারা খামারিরা May 18, 2025
img
খ্যাতনামী খলনায়কের জামাই, ১০ বছরে নেই হিট—বি গ্রেডেই ভরসা! May 18, 2025