একটা সময় ছিল যখন ভারতীয় সিনেমার বক্স অফিসে ১০০ কোটি আয় ছিল সবচেয়ে বড় মানদণ্ড হিসেবে ধরা হতো। তবে সময়ের পরিক্রমায় সেই বক্স অফিস হাজার কোটি ছুঁয়েছে।
শাহরুখ থেকে সালমান কিংবা অক্ষয়, ১০০ কোটি আয়ের সিনেমা তাদের নামের পাশে অহরহ। এ ক্ষেত্রে পিছিয়ে নেই দক্ষিণের তারকারাও।
তারাও পাল্লা দিয়ে আয় করছেন বক্স অফিসে। তবে এমন একজন অভিনেতা রয়েছেন, যিনি শুধু আয়ই করছেন না, বরং ইতিহাস গড়েছেন আয়ের ক্ষেত্রে। বলছিলাম দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের কথা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দক্ষিণের এই তারকার সর্বশেষ আটটি সিনেমাই সুপারহিট।
যার প্রত্যেকটি বক্স অফিসে ২০০ কোটির বেশি আয় করেছে।
২০১৭ সালে অ্যাটলির ‘মার্শাল’-এ অভিনয় করেছিলেন বিজয়, যেটি ছিল প্রথম ২০০ কোটি রুপি আয় করা সিনেমা। এরপর একে একে এ দক্ষিণের তারকার ‘সরকার’, ‘বিগিল’, ‘মাস্টার’, ‘বিস্ট’, ‘ভারিসু’, ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’- এই সব কটি সিনেমা ২০০ কোটি রুপির বেশি আয় করেছে।
ভারতীয় বক্স অফিস সূত্র মতে, বিজয়ের সাম্প্রতিক সিনেমা ‘লিও’ ২০০ কোটি নয়; বক্স অফিসে আয় করেছিল ৬০৫ কোটি রুপি।
এটি রেকর্ড ভেঙে দেয় রজনীকান্তের ‘জেলার’ সিনেমার রেকর্ডও। বিজয়ের সর্বশেষ ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ আয় করেছে ৪০০ কোটি রুপির বেশি।
এদিকে বিজয়ের এ রেকর্ড শুধুমাত্র তার নামের পাশেই। এখন পর্যন্ত কোনো ভারতীয় অভিনেতার টানা আটটি সিনেমা ২০০ কোটি রুপি আয়ের এই কৃতিত্ব অর্জন করতে পারেননি।
এমনকি শাহরুখ খান, সালমান খান অথবা অক্ষয় কুমারের মতো তারকাদের নামের পাশেও নেই এই রেকর্ড।
১০ বছর ধরে ধারাবাহিকভাবে সুপারহিট সিনেমা দিয়ে বড় তারকাদের পেছনে ফেলে দিয়েছেন এই অভিনেতা। কিন্তু এত সাফল্যের পরেও আগামী বছর চলচ্চিত্র জগৎকে বিদায় জানিয়ে রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন থালাপতি বিজয়।
আরএম/এসএন