কুড়িগ্রামের রৌমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আকলিমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (১৮ মে) বিকেল ৪টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের চাক্তাবাড়ী গ্রামে (রৌমারী-রাজিবপুর সড়ক) এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকলিমা বেগম ওই এলাকার রফিয়াল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকলিমা বেগম অটোরিকশায় রৌমারী থেকে বাড়ি ফিরছিলেন। বিকেল ৪টার দিকে যাদুরচর চাক্তাবাড়ী গ্রামে পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তার বাম পা ভেঙে যায় এবং গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার ওসি (তদন্ত) নান্দ লাল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরএম/এসএন