স্টারকিড হওয়ায় অনেক আগেই খবরের শিরোনামে উঠে এসেছিলেন সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। যদিও সামাজিক মাধ্যমে খুব বেশি সক্রিয় নন তিনি, তবু অনুরাগীর সংখ্যা একেবারে কম নয়।
সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন আরিয়ান। কারণ, এবার তার সঙ্গে জড়িয়েছে পাকিস্তানি অভিনেত্রী সাজাল আলীর নাম।জানা গেছে, শাহরুখ-পুত্রের প্রেমে হাবুডুবু খাচ্ছেন সাজাল আলী। অতীতে মাদক মামলায় নাম জড়িয়ে খবরের শিরোনামে এসেছিলেন আরিয়ান। এরপর সামাজিক মাধ্যমে নানা সময়ে ভাইরাল হয়েছে তার ছবি।
তবে নতুন করে গুঞ্জনের সূত্রপাত একটি ইনস্টাগ্রাম স্টোরিকে ঘিরে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সাজাল আলী সম্প্রতি একটি ছবি শেয়ার করেন আরিয়ানের। যেখানে সাদা টি-শার্টে ক্যানডিড ভঙ্গিমায় ধরা দিয়েছেন আরিয়ান খান। ছবির সঙ্গে সাজাল যোগ করেন একটি লাল হার্ট ইমোজি।
এরপর থেকেই শুরু নেটপাড়ায় জোর জল্পনা তবে কি আরিয়ানের প্রেমে পড়েছেন এই পাকিস্তানি নায়িকা? অনেকে আবার কটাক্ষও করেছেন, কেউ কেউ শুভেচ্ছাও জানিয়েছেন। যদিও এই সম্পর্ক নিয়ে এখনো মুখ খোলেননি কেউই।
এমআর/টিএ