ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের সেনসেশন পরীমণি। শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে-মেয়েকে নিয়েই এখন পরীমণির সংসার। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের বড় করে তুলছেন তিনি।
এদিকে সম্প্রতি, চিত্রনায়িকা পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার দাবিতে একটি তথ্য প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টগুলোতে ‘বিস্তারিত কমেন্টে’ উল্লেখিত সূত্র হিসেবে একটি লিংক দেওয়া হয়েছে। লিংকটিতে ক্লিক করলে প্রথমে একটি নির্দিষ্ট ইন্টারফেস দেখা যায়, যেখানে আলোচিত দাবির সঙ্গে সম্পর্কিত কথিত একটি প্রতিবেদন প্রদর্শিত হয়। তবে প্রতিবেদনে আলোচিত বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। কিছুক্ষণের মধ্যেই লিংকটি রিডাইরেক্ট হয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বিজ্ঞাপন বা পাতায় নিয়ে যায়। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে কথিত প্রতিবেদন প্রকাশ করা ‘Regular360’ নামের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়।
কথিত প্রতিবেদনটিতে তারিখ হিসেবে ১৯ মে ২০২৫ এর কথা উল্লেখ করা হয়েছে।
পরীমণির এমন কিছু হলে তা স্বাভাবিকভাবে গণমাধ্যম ফলাও করে প্রচার হবার কথা। তবে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যমে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া, নায়িকা পরী মণির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আজ (১৯ মে) সকালে একটি পোস্ট দেখা যায়। সুতরাং, চিত্রনায়িকা পরী মণির ঝুলন্ত মরদেহ উদ্ধার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।