বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি বহু হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। ‘হিচকি’ ছবির মাধ্যমে তিনি আরও জনপ্রিয়তা পান। তবে একজন অভিনেত্রীর জীবনে যেমনটা হয়, রানীর জীবন ঠিক তেমন নয় বলেই জানালেন তিনি।
একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রানী জানান, অভিনয়ের জন্য যতটা না সাজেন, তার চেয়েও বেশি সাজেন স্বামীর জন্য। বাড়িতে থাকার সময় তিনি সাধারণত বিনা মেকআপেই থাকতে পছন্দ করেন। সারাদিন অন্য সাধারণ মহিলাদের মতোই থাকেন তিনি।
রানী বলেন, তার কাজ নিয়ে কোনও চাপ নেই। যদিও তার কাজ মূলত ক্যামেরার সামনে, তবু তার স্বামী আদিত্য চোপড়া ক্যামেরার সামনে আসতে একেবারেই পছন্দ করেন না। শুধু তাই নয়, তাদের একমাত্র কন্যা আদিরাকেও ক্যামেরার সামনে আনতে চান না আদিত্য।
রানী মনে করেন, যেমন তিনি ভালো একজন অভিনেত্রী, তার থেকেও ভালো স্ত্রী। সংসার সুখের রাখতে এবং স্বামীকে খুশি রাখতে তিনি নানা কিছু করে থাকেন। তিনি বলেন, বিয়ের পর স্ত্রীর এমনভাবে নিজেকে উপস্থাপন করা জরুরি, যাতে স্বামীর চোখে তিনি সুন্দর লাগেন।
তার কথায়, "আগে আমি স্ত্রী, তারপর অভিনেত্রী। একজন স্বামী সারাদিন কাজ শেষে বাড়ি ফিরে কী দেখতে চান? একটা হাসিখুশি মুখ আর বাড়ির শান্ত, সুন্দর পরিবেশ। সেটাই যদি না থাকে, তাহলে সংসার কখনোই সুখের হতে পারে না।"
রানী আরও জানান, প্রতিদিন রাতে আদিত্যর বাড়ি ফেরার আগে তিনি নিজেকে পরিপাটি করেন, মেকআপ করেন, সুন্দর পোশাক পরেন। শুধু তাই নয়, প্রতিদিন নিজের ঘর পরিষ্কার রাখেন ও সাজিয়ে তোলেন। তার মতে, একজন স্ত্রীকে নিজেকে যেমন গুছিয়ে রাখতে হয়, তেমনই বাড়ির পরিবেশ সুন্দর রাখাও সমান গুরুত্বপূর্ণ সংসার সুখের করার জন্য।
এমআর/টিএ