ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ১৯১ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। এর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, মহেশপুর-৫৮ বিজিবির অধীন উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সন্তোষপুর গ্রামের কবরস্থানের পাশে মাদকবিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ১৯১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অভিযানের সময় পাশের সিংনগর গ্রামের মাঠ থেকে ১৩ বোতল ভারতীয় মদ ও ভারতীয় অবৈধ উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে রাজাপুর ও নতুনপাড়া বিওপির পৃথক অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদ, ৯৫০ কেজি ভারতীয় আম এবং একটি টলি গাড়ি উদ্ধার করে বিজিবি।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উদ্ধার মাদক ও অন্য মালামাল বিজিবি জব্দ করেছে।
এফপি/ টিএ