ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ঢাবির স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের বিচার, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা প্রদানে ব্যর্থ উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মশাল মিছিল করেছে ঢাবি শাখা ছাত্রদল।
সোমবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মশাল মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় ছাত্রদল নেতা-কর্মীরা ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস’, ‘ছয় দিন হয়ে গেল, প্রক্টর কিছু জানে না’, ‘সাম্য ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘ঘেরাও ঘেরাও হবে, প্রক্টর অফিস ঘেরাও হবে’, ‘খুনি তোদের রক্ষা নাই, খুন হয়েছে আমার ভাই’, প্রক্টর না সান্ডা? সান্ডা সান্ডা ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদল সাম্য হত্যার পর ৬ দিন ধরে সহিষ্ণুতার আচরণ করে যাচ্ছে। ৬ দিন হয়ে গেলেও সাম্যের প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে বিচার করা হয়নি। একটি মব সৃষ্টিকারী মহল সাম্য হত্যা নিয়ে বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, তা ভিসি এবং প্রক্টরের পক্ষেই যাচ্ছে। যারা বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়ে সাম্যের হত্যাকে ভিন্ন খাতে নিতে চাচ্ছে তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এফপি/ টিএ