ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। ভক্তরা ভালোবেসে তাকে বলেন ‘জাতীয় ক্রাশ’। তার উচ্ছল হাসি আর মায়াবী চাহনিতে ডুবে যায় ভক্তদের ভাবনার নৌকা। দক্ষিণী সিনেমায় জনপ্রিয়তা অর্জনের পর এখন কাজ করছেন বলিউডেও।
‘গুডবাই’ নামের সিনেমার মাধ্যমে মুম্বাই সিনে জগতে অভিষেক হচ্ছে রাশ্মিকার। এই সিনেমায় তিনি অভিনয় করেছেন বলিউডের প্রখ্যাত তারকা অমিতাভ বচ্চন এবং নীনা গুপ্তার সঙ্গে। ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে এবং দর্শকদের প্রশংসাও কুড়িয়েছে।
বর্তমানে ‘গুডবাই’ সিনেমার প্রচারে ব্যস্ত রয়েছেন রাশ্মিকা মান্দানা। প্রচারের অংশ হিসেবে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন নজরকাড়া পোশাকে। সেই ছবি ঘুম কেড়েছে ভক্তদের। ছবিতে দেখা গেছে, সাদার ওপর নকশা করা শর্ট টপ ও লাল রঙের প্যান্টে রাশ্মিকাকে।এই স্বল্প বসনার পোশাকটির দামও চমকপ্রদ। শিবান অ্যান্ড নরেশ-এর ডিজাইন করা পোশাকটির মূল্য ৬৪ হাজার ৯০০ রুপি।
রাশ্মিকা ছবিগুলো পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সেখানে ভক্তদের প্রতিক্রিয়ায় ভেসে গেছেন তিনি। ছবিগুলোতে ২১ লাখের বেশি রিঅ্যাকশন এবং হাজার হাজার মন্তব্য এসেছে, যার মাধ্যমে ভক্তরা ভালোবাসা জানিয়েছেন এই অভিনেত্রীকে।
‘গুডবাই’ সিনেমাটি পরিচালনা করেছেন বিকাশ বহেল এবং প্রযোজনায় রয়েছেন একতা কাপুর। এই সিনেমায় আরও অভিনয় করেছেন সুনীল গ্রোভার, আশিষ বিদ্যার্থী, এলি আব্রাম প্রমুখ। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৭ অক্টোবর।
এদিকে রাশ্মিকার হাতে রয়েছে আরও বেশ কয়েকটি বড় প্রজেক্ট। হিন্দি ভাষায় তিনি কাজ করছেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ সিনেমায় এবং রণবীর কাপুরের সঙ্গে ‘আনিমেল’ সিনেমায়। অন্যদিকে তামিল ভাষায় করছেন ‘বারিসু’ এবং সাড়া জাগানো তেলুগু সিনেমা ‘পুষ্পা’-র দ্বিতীয় খণ্ডের কাজও রয়েছে তার হাতে।
এমআর/টিএ