রাজবাড়ীতে পুলিশের এসআইয়ের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

রাজবাড়ীতে আসামিদের বাড়ি ভাঙচুরে বাধা দেওয়ায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেনের ওপর হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. বছির কবিরাজকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব। গ্রেফতার বছির কবিরাজ সদর উপজেলা বসন্তপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের হবি কবিরাজের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার (১৮ মে) বিকেলে বসন্তপুর ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়া গ্রামে রুপল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে ইউনিয়নের সর্বস্তরের জনগণ। আকস্মিকভাবে মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে কিছু লোক রুপল হত্যা মামলার এজাহারনামীয় আসামিদের বাড়িঘরে ভাঙচুর শুরু করলে সেখানে অবস্থানরত এসআই সাব্বির হোসেন এবং এএসআই শেখ আবুল হাশেম ভাঙচুরকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন।

ওই সময় উত্তেজিত লোকজন হত্যা মামলার এজাহরনামীয় আসামি মো. মোক্তার বিশ্বাসের বাড়ির সামনে থেকে মনির হোসেন মোল্লা ও মোসলেম মোল্লাসহ অন্যান্য আসামিরা লাঠিসোটা ও ইট দিয়ে তাদের ওপর আক্রমণ করে। এতে এসআই সাব্বির হোসেন মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল ভর্তি করা হয়। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে দুইজনকে আটক করে পুলিশ।

পরে সোমবার (১৯ মে) এসআই সাব্বির হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, সদর থানার এসআই সাব্বির হোসেনের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের হলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মূল পরিকল্পনাকারী বছির কবিরাজকে সদর উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, গত সোমবার এই মামলার এজাহারনামীয় ১নং আসামি মো. মনির হোসেন মোল্লা ওরফে বড় মনির ও এজাহারনামীয় ২নং আসামি মো. মোসলেম মোল্লাকে থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে গত শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় মোবাইলে প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ ও চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয় রাজাপুর গ্রামের ভ্যান চালক দিনমজুর রুপল শেখকে (২৭)। এ ঘটনায় ওইদিন রাতেই রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।

শনিবার (১৭ মে) ভোরে মামলার চার আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
 
এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ওএমএসের ১৭ বস্তা চালসহ আ.লীগ নেতা আটক May 20, 2025
img
‘১৭ বছর খাইনি, এখন খাব’, ফাঁস হলো দুই বিএনপি নেতার ফোনালাপ May 20, 2025
img
অবশেষে কলকাতা সফর শেষে ঢাকায় ফিরল ফুটবল দল May 20, 2025
img
এজলাসের ভিডিও ভাইরাল : বিচারককে আইনের আওতায় আনার দাবি May 20, 2025
img
ভারতের আলোচিত ইউটিউবার, জ্যোতিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য May 20, 2025
img
হেরা ফেরিতে পরেশ কাজ করবেন না, আমি শকড : সুনীল শেঠি May 20, 2025
img
নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা May 20, 2025
img
ক্যানসার শনাক্তের পর সামাজিক মাধ্যমে যা লিখলেন বাইডেন May 20, 2025
উপদেষ্টাদের জন্য ২৫ গাড়ি কেনার প্রস্তাব ফিরিয়ে দিলো সরকার May 20, 2025
img
পুলিশের চাকরি ছেড়েছেন পাঁচ এএসপি May 20, 2025
img
প্রেগন্যান্ট শুনেই তালাক দিয়ে দেন তালহা : হ্যাপি May 20, 2025
‘বাবু ভাইয়ার বিরুদ্ধে ২৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি অক্ষয় কুমারের May 20, 2025
img
চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের না দিতে হাইকোর্টে রিট May 20, 2025
img
হান্নান মাসুদের জিম্মায় ছেড়ে দেওয়া হলো ৩ সমন্বয়ককে May 20, 2025
img
বৃষ্টি নিয়ে আইপিএলে নতুন নিয়ম May 20, 2025
img
পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে গিয়ে বিপাকে মিরাজ May 20, 2025
কারামুক্ত হয়ে যে বার্তা দিলেন নুসরাত ফারিয়া May 20, 2025
ইশরাকের শপথ নিয়ে আমাকে দোষারোপ করবেন না: আসিফ মাহমুদ May 20, 2025
img
আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাশত করা হবে না : ডিএমপি May 20, 2025
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি May 20, 2025