আইপিএলে গতকাল সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। এই ম্যাচেই হায়দরাবাদের ব্যাটার অভিষেক শর্মাকে আউট করে মাত্রা ছাড়িয়ে উদযাপন করে বড় শাস্তি পেলেন লখনৌয়ের স্পিনার দিগ্বেশ রাঠি। ব্যাটারকে মাঠ ছাড়তে বলেছিলেন। তাতে এক ম্যাচের জন্য নির্বাসিত হলেন। সেই সঙ্গে বড় অঙ্কের জরিমানাও গুণতে হবে।
এবারের আইপিএলেই প্রথমবার খেলছেন দিগ্বেশ। ব্যাটারকে আউট করে নোটবুকে নাম লেখার উৎসব করেন তিনি। যার জন্য বারবার জরিমানা দিতে হয়েছে তাকে। কিন্তু থামেননি দিগ্বেশ। তিনি একইভাবে উৎসব করে গিয়েছেন। এবার মাত্রা ছাড়িয়ে তিনি ব্যাটারকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন।
হায়দরাবাদের ইনিংস চলাকালীন চালিয়ে খেলছিলেন অভিষেক। মাত্র ১৮ বলে অর্ধশতরান করেন। অষ্টম ওভারে লখনৌ অধিনায়ক ঋষভ পান্ত বল দিয়েছিলেন দিগ্বেশের হাতে। তৃতীয় বলে অভিষেককে আউট করেন দিগ্বেশ। বিতর্ক শুরু এরপরেই।
অভিষেকের দিকে হাত নাড়িয়ে তাকে দ্রুত মাঠ ছেড়ে সাজঘরে ফিরে যাওয়ার ইঙ্গিত করেন দিগ্বেশ। এরপর ‘নোটবুক সেলিব্রেশন’ও করেন। এতেই নাটক থামেনি। অভিষেক ফেরার সময় তাকে আবারও কিছু বলেন দিগ্বেশ।
হায়দরাবাদের ব্যাটার এরপর মাথা ঠান্ডা রাখতে পারেননি। তিনি দিগ্বেশের দিকে এগিয়ে আসেন। হেলমেট খুলে কিছু বলেন লখনৌয়ের স্পিনারকে। পাল্টা কথা বলেন দিগ্বেশও। মনে করা হচ্ছে, লখনৌয়ের স্পিনার অভিষেকের উদ্দেশে বলেছেন, ‘আমি তো তোমাকে কিছুই বলিনি। তোমার সমস্যা হচ্ছে কেন?’ অভিষেক শুনতে চাননি। তিনি প্রতিবাদ করতে থাকেন।
বিষয়টি আরও দূরে গড়ানোর আগে হস্তক্ষেপ করেন মাঠের দুই আম্পায়ার। তারা দুই ক্রিকেটারকে আলাদা করে দেন। লখনৌয়ের ক্রিকেটারেরা এসে সরিয়ে নিয়ে যান দিগ্বেশকে। এক আম্পায়ার এসে অভিষেককে প্রায় ডাগ আউট পর্যন্ত ছেড়ে দিয়ে আসেন। ম্যাচ শেষে হাত মেলানোর সময়ও দু’জনকে কথা বলতে দেখা যায়। তখনও অভিষেকের মুখ দেখে বোঝা যাচ্ছিল যে, তিনি যথেষ্ট বিরক্ত।
এক ম্যাচ নির্বাসিত হওয়া ছাড়াও ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা দিতে হবে দিগ্বেশকে। শাস্তি হয়েছে অভিষেকেরও। তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা হয়েছে।
আরএম/এসএন