আইপিএলের চলমান অষ্টাদশ আসরের প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি ফ্র্যাঞ্চাইজি। অবশিষ্ট একটি জায়গা পূরণের দৌড়ে টিকে আছে দুই দল। উভয়ের সামনে রয়েছে দুটি ম্যাচ।
আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের সেই আশা ভালোভাবেই বেঁচে আছে। এর আগে তারা নতুন করে তিন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। অবশ্য তাদের শর্ত সাপেক্ষে নেওয়া হয়েছে পুরোনো তিনজনের বদলি হিসেবে।
এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি। নতুন করে হার্দিক পান্ডিয়ার দলে যুক্ত হচ্ছেন জনি বেয়ারস্টো, রিচার্ড গ্লিসন ও চারিথ আসালাঙ্কা। তবে মজার বিষয় হচ্ছে– যদি মুম্বাই প্লে-অফে উঠে এরপরই এই তিন ক্রিকেটাের তাদের জার্সি গায়ে জড়াবেন। অন্যথায় নয়। এখন প্রশ্ন উঠতে পারে প্লে-অফ নিশ্চিতের আগে কেন তিন ক্রিকেটারকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলো মুম্বাই।
আইপিএলের লিগপর্বে মুম্বাইয়ের বাকি দুই ম্যাচ শেষেই ভারত ছাড়বেন উইল জ্যাকস, রায়ান রিকেলটন ও করবিন বশ। দল প্লে-অফে উঠলে তাদের স্থলাভিষিক্ত হবেন বেয়ারস্টো, গ্লিসন ও আসালাঙ্কা। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার রিকেলটন ও পেস অলরাউন্ডার বশ রয়েছেন তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে। আগামী ১১ জুন থেকে লর্ডসে টেস্টের এই শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আফ্রিকা ও অস্ট্রেলিয়া। আর ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকস ভারত ছাড়বেন তাদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের আসন্ন সাদা বলের সিরিজের কারণে।
এর আগে আইপিএলের মেগা নিলামে বাদ পড়াদের তালিকায় শুরুর দিকে ছিল বেয়ারস্টোর নামটি। ইংলিশ এই তারকার দল না পাওয়া ছিল অনেকটা চমকের মতো। টি-টোয়েন্টিতে বেয়ারস্টোর ৫০০০–এর বেশি রান এবং তার স্বদেশি সতীর্থ গ্লিসনের ১০০টি উইকেট শিকারের নজির রয়েছে। অন্যদিকে, শ্রীলঙ্কার রঙিন পোশাকের অধিনায়ক আসালাঙ্কা ২৭০০–এর বেশি রান করেছেন টি-টোয়েন্টিতে। একইসঙ্গে কার্যকরী হতে পারেন পার্টটাইম স্পিনেও।
টিকে/এসএন