মালালার সঙ্গে ছবি তুলে ‘ভণ্ড’ খেতাব পেলেন কুইবেকের শিক্ষামন্ত্রী

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাইয়ের পাশে দাঁড়িয়ে ছবি তুলে তিরস্কৃত হলেন কানাডার পূর্বাঞ্চলীয় প্রদেশ কুইবেকের শিক্ষামন্ত্রী জেন ফ্রাঙ্কুইস রবার্জ। মালালার সঙ্গে ছবি তুলে শিক্ষামন্ত্রী সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর বিষয়টি ব্যাপকভাব সমালোচিত হচ্ছে। কথা ও কাজের সঙ্গে মিল না থাকায় মন্ত্রী বরার্জকে অনেকে ‘ভণ্ড’ বলেও গালি দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মালালা ইউসুফজাই একজন শিক্ষা প্রচারক। মূলত আফগানিস্তানে হুমকি উপেক্ষা করে স্কুলে যাওয়া এবং তালেবানদের হাতে ‍গুলি বর্ষণের শিকার হওয়া তাকে নোবেল এনে দিয়েছে। এখন তিনি বিশ্বব্যাপী শিক্ষা বিস্তারের অগ্রদূত। তবে তার সঙ্গে ছবি তুলে কুইবেকের শিক্ষামন্ত্রীতো কোনো অন্যায় করেননি! এটিতো খুবই স্বাভাবিক একটি ঘটনা। হ্যা, ঘটনাটি স্বাভাবিক। কিন্তু বিপত্তি ঠিক অন্য যায়গায়।

ছবিতে দেখা যায়, মালালা ইউসুফজাই মাথায় একটি সাদা ওড়না পরেছেন। যেটি অনেকটা স্কার্ফের মতো মনে হয়। বিতর্কের সূত্র এখানেই। কেননা কুইবেক প্রদেশের সরকার সম্প্রতি তার সরকারি কর্মচারীদের জন্য একটি বিতর্কিত আইন পাস করেছে। যার মধ্যে রয়েছে কর্মক্ষেত্রে শিক্ষকরা কোনো ধর্মীয় পোশাক পরিধান করতে পারবেন না। মালালার এ পোশাককে ধর্মীয় পোশাক আখ্যা দিয়ে সমালোচকরা বলছেন খোদ শিক্ষামন্ত্রী বিষয়টি এড়িয়ে যান কোন যুক্তিতে?

মন্ত্রী জেন ফ্রাঙ্কুইস রবার্জ বলেছেন, মালালার সঙ্গে তিনি শিক্ষায় অন্তর্ভূক্তিকরণ এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে আলোচনা করেছেন।

২০১২ সালে মালালা ইউসুফজাই আফগানিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত উপত্যকায় তালেবানদের হামলার শিকার হন। স্কুলে যাওয়ার অপরাধে তাকে হত্যার উদ্দেশে গুলি করে তালেবান জঙ্গিরা। গুলি তার মাথায় লাগে কিন্তু প্রাণে বেঁচে যান তিনি। এই ঘটনা আন্তর্জাতিকভাবে তার ব্যাপক পরিচিতি এনে দেয়। বিশেষ করে শিক্ষাখাতে এখন তিনি বিশ্বব্যাপী আলোচিত এক নাম।

গত জুন মাসে কুইবেক কর্তৃপক্ষ ধর্মনিরপেক্ষ আইন পাস করে। যে আইনে দায়িত্বপূর্ণ পদে থাকা কোনো সরকারি কর্মচারি পাগড়ি, হিজাবসহ এমন কোনো পোশাক পরিধান করতে পারবে না যাতে ধর্মীয় নিরপেক্ষতা ক্ষুন্ন হয়। ওই বিলে বিচারপতি, পুলিশ অফিসার, শিক্ষকসহ আরো কিছু সরকারি অফিসারের কথা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। যদিও আইনটি পাস হওয়ার সময় প্রদেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়। এবং এখনো সে বিতর্ক শেষ হয়নি।

বিল পাসের সময় কোনো ধর্ম বা জাতিকে সরাসরি উল্লেখ করা না হলেও সমালোচকরা একে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে আরোপিত বিল বলে মন্তব্য করেছেন। তারা বলছেন-এর ফলে মুসলমান নারীদের প্রতি বৈষম্য এবং অনৈতিক চাপ প্রয়োগের পন্থা বেছে নিয়েছে কুইবেক প্রশাসন।

এদিকে মালালার সঙ্গে পোজ দেওয়ায় অনলাইনে সমালোচনাকারীরা মন্ত্রীকে ‘ভণ্ড’ বলেও গালি দিয়েছেন।

শিক্ষামন্ত্রী রবার্জ মালালা ইউসুফজাইয়ের সঙ্গে মিলিত হন ফ্রান্সে। সেখানে থাকা অবস্থায় টুইটারে সাংবাদিক সেলিম নাদিম ভালজি শিক্ষামন্ত্রী জেন ফ্রাঙ্কুইজ রবার্জকে কুইবেকে গিয়ে শিক্ষা দানে মালালার আগ্রহের কথা জানান।

এমন প্রশ্নের উচ্ছ্বসিত জবাব দিয়েছিলেন মন্ত্রী রবার্জ। তিনি বলেন, ‘আমি অবশ্যই তাকে বলব যে, কুইবেকে এটি একটি অসাধারণ সম্মান হবে। তবে এটিও বলবো যে, কুইবেক, ফ্রান্স (যেখানে আমরা এখন থাকি) এবং অন্য কোনো সহনশীল দেশে, শিক্ষকরা শিক্ষাদানের সময় ধর্মীয় পোশাক পরিধান করতে পারবেন না।

 

টাইমস/এমএস

Share this news on:

সর্বশেষ

img
হাজার কোটি টাকার মালিকরা এখন দৌড়ে বেড়াচ্ছেন : অর্থ উপদেষ্টা Sep 21, 2025
img
নেত্রকোনায় অর্ধশত কর্মীসহ বিএনপি নেতার জামায়াতে যোগদান Sep 21, 2025
img
ঢাকায় আজ হালকা বৃষ্টির আভাস Sep 21, 2025
img
প্রধান উপদেষ্টা নিউইয়র্কের উদ্দেশে রওনা দিচ্ছেন আজ Sep 21, 2025
img
সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আর নেই Sep 21, 2025
img
দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা মোহনলাল Sep 21, 2025
img
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের ২২ বস্তা ডকুমেন্টস উদ্ধার Sep 21, 2025
img
যে সিনেমার লাভের অংশ সবাইকে দিতে চান দুলকার সালমান Sep 21, 2025
img
বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ৪র্থ Sep 21, 2025
img
ময়মনসিংহে শিয়ালের কামড়ে আহত ৬ Sep 21, 2025
img
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই এ দেশের নাগরিক : কামরুল হুদা Sep 21, 2025
img
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ কবে? Sep 21, 2025
img
ইলিশের স্বাদ নিতে হিমশিম ভারতীয় ক্রেতারা, দাম নাগালের বাইরে Sep 21, 2025
img
দেশের স্বার্থে জাতীয়তাবাদী পরিবারকে ঐক্যবদ্ধ থাকতে হবে : সেলিমুজ্জামান Sep 21, 2025
img
ইতিহাসে ২১ সেপ্টেম্বর কেন এত আলোচিত? Sep 21, 2025
img
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার Sep 21, 2025
img
শুভ মহালয়া আজ Sep 21, 2025
img
ম্যাচসেরা হওয়ার পর মুখ খুললেন সাইফ হাসান Sep 21, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Sep 21, 2025
স্বাধীনতার ৫৪ বছর পর চেতনার ব্যবসা আর চলবে না : সালাহউদ্দিন আহমেদ Sep 21, 2025