চা রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে চা রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার। এসময় তিনি চা শিল্পকে শুধু দেশে নয় আন্তর্জাতিক বাজারেও সমানভাবে তুলে ধরতে কাজ করার আহবান জানান।

আজ বুধবার(২১মে) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে পঞ্চম জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা শ্রমিকদের কাছ থেকে শুনতে পাচ্ছি চা এর উপযুক্ত মূল্য পাওয়া যাচ্ছে না।

এখানে বসেই ছোট্ট একটা হিসাব করে দেখলাম যদি ৯ কোটি ৩০ লাখ কেজি চা উৎপন্ন হয় বাজারের যে মূল্যমানে বিক্রি হয় তাতে খসড়াভাবে তিন হাজার সাত শ থেকে চার হাজার কোটি টাকার চা বাজারে বিক্রি হয়। একই সময়ে যদি স্ট্রিট ভ্যালুতে কনভার্ট করি তাহলে মিনিমাম ডাবল থেকে ত্রিপল একটি মূল্যমান দাড়াবে। অর্থাৎ ভোক্তা পর্যায়ে ৮ থেকে ১০ হাজার টাকার ব্যয় সংগঠিত হয়।

তিনি বলেন, আমরা যদি এটার একটা সুষম বণ্টন করতে পারি তাহলে চা শিল্পের যে দুষ্টচক্রের মধ্যে পড়ে যাচ্ছি সেখান থেকে জাতীয় সম্পদ চাকে রক্ষার উপায় খুঁজে বের করতে পারব।

চা শিল্পের ব্যাপক সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। চা শিল্পে বিভিন্ন রকম শুল্ক ও কর অব্যবস্থাপনা আছে আমরা সেটিকে বন্ধ করতে চাই। এই শিল্পে ডিসিপ্লিন আনতে চাই। যাতে এর মাধ্যমে বাজারে পণ্যমূল্যে স্থিতিশীলতা আসে এবং ন্যায় প্রতিষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, চা শিল্পের জন্য যত পরিমাণ জমি নিয়োজিত আছে তার একটা উপযুক্ত ব্যবহার দরকার। এর অন্যান্য ব্যবহার সেটা নবায়ন যোগ্য জ্বালানি হোক অথবা পর্যটন কেন্দ্র হোক সেদিকে মনযোগ বাড়াতে হবে। তবে মূল লক্ষ্য হচ্ছে, চা থেকেই চায়ের বাগানের সমৃদ্ধি নিশ্চিত করতে হবে। চা শ্রমিক, মালিক সকলের সম্মিলিত চেষ্টা দরকার। চায়ের উৎপাদন ব্যয় কমিয়ে বিক্রি মূল্য বাড়াতে হবে।

বিক্রি বাড়াতে হলে চা পণ্যের বৈচিত্র্যকরণ ও আকর্ষণীয় করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি শাহ মইনুদ্দিন হাসান, বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান, জাতীয় চা পুরস্কার ২০২৪ বিজয়ী চা শ্রমিক জেসমিন আক্তার এবং চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নৃপেন পাল।

অনুষ্ঠানে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৮ ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার ২০২৫ প্রদান করা হয়। এছাড়াও জাতীয় চা দিবস উপলক্ষে এবছর সর্বোচ্চ চা উৎপাদনকারী কারখানা ক্যাটাগরিতে দুটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

এর আগে বেলুন উড়িয়ে পঞ্চম জাতীয় চা দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। পরে তিনি চা মেলায় চায়ের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 

আরএম/টিএ   

Share this news on:

সর্বশেষ

img
কুমিল্লাতে মোহামেডানের হারের পরই আবাহনীর বড় জয় May 21, 2025
img
ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি : নজরুল ইসলাম May 21, 2025
img
চিকেন নেক নিয়ে সতর্ক মমতা May 21, 2025
img
সকালে যা খেলে মিলবে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি May 21, 2025
img
আমিরাতের বোলারদের সামনে অসহায় টাইগাররা May 21, 2025
img
আগামী অর্থবছরে রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যের কথা জানালেন গভর্নর May 21, 2025
img
ব্যারিস্টার সুমনের জামিন বিষয়ে হাইকোর্টের রুল May 21, 2025
img
করোনা-গণঅভ্যুত্থানে স্বাস্থ্যের দুর্বলতা ফুটে উঠেছে: তাসনিম জারা May 21, 2025
img
সৌম্যকে একাদশে না রাখার কারণ জানাল বিসিবি May 21, 2025
img
জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত ছিল: অলি আহমদ May 21, 2025
img
অ্যাটর্নি জেনারেল-পিপি-বিচারপতি বিএনপির হাতে, এটা ওপেন সিক্রেট: হান্নান মাসউদ May 21, 2025
img
পাকিস্তানি হাইকমিশনের কর্মকর্তাকে বহিষ্কার করল ভারত May 21, 2025
img
‘আমার দেহ, আমার সিদ্ধান্ত’ একটি উগ্র বিকৃত চিন্তা: ফরহাদ মজহার May 21, 2025
img
কান-এ ‘কুনজর’এড়াতে কী করেছিলেন জাহ্নবী কাপুর ? May 21, 2025
img
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম May 21, 2025
সেরা ক্রিকেটার হয়েও দলে নেই মিরাজ; যে ব্যাখ্যা দিলেন নাজমুল আবেদিন ফাহিম May 21, 2025
পাকিস্তান সিরিজ খেলবেন না নাহিদ রানা! May 21, 2025
লাহোরকে ফাইনালের স্বপ্ন দেখাচ্ছেন সাকিব মিরাজ! May 21, 2025
"পেলে -ম্যারাডোনা নয় ,ইতিহাসে শীর্ষে মেসি!" May 21, 2025
img
ভূমিকম্প মোকাবিলায় আমাদের প্রস্তুতি ও সক্ষমতা তুলনামূলক দুর্বল: দুর্যোগ উপদেষ্টা May 21, 2025