‘আমি বাজারে বোরকা পরে যাই সেটাও তারা জানে’

ঢালিউডের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। নুসরাত ফারিয়ার গ্রেফতারের মধ্যেই মিষ্টিকে একের পর এক হুমকি দেওয়া শুরু হয়। বিষয়টি নিয়ে আতঙ্কিত এই নায়িকা।

বিষয়টি নিয়ে মিষ্টি জান্নাত বলেন, গত পরশু নুসরাত ফারিয়াকে যখন গ্রেপ্তার করে তখন থেকে মনটা বেশি খারাপ। আমাদের শোবিজ অঙ্গন এমনিতেই পিছিয়ে আছে অন্য দেশের তুলনায়, আর আমরা যারা আর্টিস্ট তাদের তো এটা ছাড়া কোনো উপায় নাই।

তিনি আরও বলেন, যেদিন তাকে ধরল সেদিন সন্ধ্যা থেকেই মেসেজ আসতেছিল। ওইদিন একটা ফ্যাশন শো প্রোগ্রাম ছিল। ওই সময়কালেই আমার সহকারীর নম্বরে অজ্ঞাত নম্বরে থেকে মোবাইল ফোনে কল কেউ আমার নম্বর চাচ্ছিল তার কাছে কিন্তু ও সে দেয়নি। পরে আমার সহকর্মী একটু বকাঝকা করে এবং গালি দিয়ে বলে এই ডিস্টার্ব করেন কেন? এরপর তারা বলে তোর ম্যামের সঙ্গে কথা বলা, যদি না বলাতে পারিস তাহলে তোর ম্যামের বিরুদ্ধে মামলা করব। তোর ম্যাম হচ্ছে বিভিন্ন গ্রুপে ছিল, ছাত্রদের পক্ষে ছিল না। এরকম অনেক ফালতু কথাবার্তা বলতে থাকে তারা। তারপর আমার সহকারী বলে, প্রমাণ দেখাও সে যে ছিল প্রমাণ দেখাও।

মিষ্টি জান্নাত বলছিলেন, সহকর্মী তখন তাদের জানায়, সে একজন ডাক্তার এবং ফুল টাইম ডাক্তারি করে এবং নিজের বিজনেস করে, সে কেন এই গ্রুপে থাকবে। সে এগুলো কোনো গ্রুপে ছিল না বা পলিটিক্যাল কোনো জায়গায় সে যায় নাই বা যায় না। এমনকি সরকারি কোনো কাজ করে নাই, অনুদান নেয়নি এমনকি সরকারি কোনো প্রোগ্রামে সে পারফর্ম করেনি, সেটা হোক জাতীয় চলচ্চিত্র পুরস্কার বা অন্য কোনো জায়গায়। এরপর তার ওপর তারা আরও ক্ষেপে যায়। তারপর তারা আমার নম্বর ম্যানেজ করে এবং মালয়েশিয়া নম্বর থেকে ফোন দিয়ে আমাকে হুমকি দিতে থাকে। আমাকে দেখে নেবে, পারলে কিছু করো। তারপর আবার বলে যে দুই লাখ টাকা পাঠান। আপনি যদি এগুলো সলভ করতে চান তাহলে দুই লাখ টাকা পাঠান। এর আগে আরও একবার হুমকিধমকি করছিল ৫ আগস্টের পর। এখন আবার তারা শুরু করছে ফারিয়াকে গ্রেপ্তারের পর। এরপর আমি বলি যে আপনি যান, যেখানে যা পারেন করেন, তারপর তারা বলে হ্যাঁ যখন করব তখন নাম জানতে পারবেন। তখন আমি বলি তাহলে নামটা বলেন। পরে আরেকটা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন করে ডিরেক্ট ফোন না করে।

কিন্তু ফোনটা আমি আর ধরিনি এবং কোনো রিপ্লাই করিনি। কিন্তু তারা পর পর ইউএসএ, কানাডিয়ান নম্বর থেকেও ফোন করতে থাকে। সন্দেহ তো হচ্ছে দু-তিনজনকে। তার মধ্যে আমাদের মিডিয়ারই রয়েছে দু-একজন নায়িকা টাইপের বা নায়িকা। কিছু আছে আমার বাসার আশপাশের লোকজন। যারা চাকরি করতে চায় কিন্তু চাকরি করতে পারে না আমার এখানে। তো থাকে না শত্রু তো অনেক আছে, সন্দেহ করতে হলে সন্দেহ হয় অনেকের ওপর। তারপর তারা আরও হুমকি দেয় গাড়ি বের হলে গাড়ি ভেঙে দেবে গাড়ি ঠিকই চেনে, তারা আমার বিএমডব্লিউ গাড়ির নম্বর বলে এবং আরেকটা গাড়ির নম্বর কী সেটাও জানে। এ ছাড়া আমি বাজারে যাই বোরকা পরে সেটাও তারা বলে এবং ভয় পাই কি না সেটা জিজ্ঞেস করে। এগুলা উল্টাপাল্টা কথা তারা বলতে থাকে। এসব বিষয় নিয়ে আসলে মন খারাপ অনেক।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন মিষ্টি জান্নাত। এরপর ‘লাভ স্টেশন’, ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এসএন  

Share this news on:

সর্বশেষ

img
বিয়ের আগে ডেটিং করার সময় গর্ভবতী হয়ে পড়েন অমলা পাল May 21, 2025
ড্রাইভিং লাইসেন্স পেতে হিজাব খুলতে হচ্ছে: ভারতীয় কোম্পানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ May 21, 2025
img
মব নিয়ন্ত্রণ করে পুরস্কার পেলেন সেই ওসি May 21, 2025
img
শেষ ওভারের নাটকীয়তায় দেড়শ পেরোল বাংলাদেশ May 21, 2025
img
উত্তরায় সনদ জালিয়াতি চক্রের প্রধান গ্রেফতার May 21, 2025
img
চিকিৎসকের ওপর হামলায় ছাত্রদলের পাঁচ নেতার বিরুদ্ধে মামলা May 21, 2025
img
কক্সবাজারে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিল মার্কিন বাহিনী May 21, 2025
img
একটি সংস্কারও করতে পারেনি অন্তর্বর্তী সরকার: মান্না May 21, 2025
img
আতাফল খাওয়া উপকারী যেসব কারণে May 21, 2025
মুত্তাকী হওয়ার তিনটি সহজ উপায় May 21, 2025
হলুদ বিকিনির বোল্ড লুকে নজর কেড়েছেন কিয়ারা May 21, 2025
‘ওয়ার টু’-এর ঝলকে হৃতিক-এনটিআরের দাপট May 21, 2025
'অপারেশন সিঁদুর’ ঘিরে ভিকি বনাম অক্ষয়! মুখ খুললেন টুইঙ্কল May 21, 2025
img
চাঁদা নিতে গিয়ে ফেঁসে গেলেন ৩ ‘ভুয়া’—ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক May 21, 2025
img
নারীপ্রধান সিনেমা করতে চাই: বাঁধন May 21, 2025
img
রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের May 21, 2025
img
কুমিল্লাতে মোহামেডানের হারের পরই আবাহনীর বড় জয় May 21, 2025
img
ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি : নজরুল ইসলাম May 21, 2025
img
চিকেন নেক নিয়ে সতর্ক মমতা May 21, 2025
img
সকালে যা খেলে মিলবে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি May 21, 2025