অনেক অনিশ্চয়তার পর আজ বুধবার (২১ মে) বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে। ওই সিরিজের দলে আছেন তরুণ গতিতারকা নাহিদ রানা। কিন্তু হঠাৎ করেই তিনি এই সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। একইসঙ্গে পাকিস্তান সিরিজে যাচ্ছেন না বাংলাদেশের ফিল্ডিং কোচ জেমস পামেন্ট এবং ট্রেনার নাথান কেলি।
আজ (বুধবার) মিরপুর শের-ই বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন রানা।
নাহিদের নাম প্রত্যাহারের বিষয়ে ফাহিম বলেছেন, ‘পাকিস্তান সফরের জন্য আমাদের ঘোষিত স্কোয়াড থেকে নাহিদ রানা নিজেকে সরিয়ে নিয়েছে। সে পাকিস্তানে যাচ্ছে না। কোচিং স্টাফদের মধ্যে থেকে ফিল্ডিং কোচ ও ট্রেনারও যাচ্ছে না সেখানে। বাকিদের সবাই যাচ্ছে। তারা সবাই যাওয়ার জন্য প্রস্তুত। কিছুটা অস্বস্তি দুই একজনের মধ্যে ছিল। কিন্তু পরবর্তীতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
এর আগে ভারত-পাকিস্তানের সংঘাত শুরু হওয়ার সময় পিএসএল খেলতে দেশটিতে অবস্থান করছিলেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। কাছ থেকেই তারা সেখানকার আতঙ্কজনক পরিস্থিতির স্বাক্ষী হয়েছিলেন। প্রায় এক সপ্তাহ পর শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে আর ফেরা হয়নি এই দুই বাংলাদেশি তারকার। কারণ একই সময়ে তারা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলতে নামেন।
এফপি/টিএ