জয় দিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু পরের ম্যাচেই হোঁচট খায় টাইগাররা। চমক দেখিয়ে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় স্বাগতিকরা। তাই তৃতীয় ও শেষ ম্যাচটি অঘোষিত ফাইনাল।
বুধবার (২১ মে) সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে আরব আমিরাত।
এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। একাদশে ফিরেছেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন, বাদ পড়েছেন শান্ত।
দ্বিতীয় ম্যাচে বাজে বোলিং করার একাদশে জায়গা হারিয়েছে তানভীর ইসলাম ও নাহিদ রানা। আর একাদশে ফিরেছেন শেখ মাহেদী ও হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মাহেদী, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
আরএম/এসএন