বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডানের হারের দিনে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী বড় জয় পেয়েছে। দু’টি ম্যাচই হয়েছে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। গতকাল রহমতগঞ্জ-মোহামেডান ম্যাচ বৈরী আবহাওয়ায় সম্পন্ন হয়নি।
আজ বুধবার (২১ মে) ১টায় শুরু হয়। এরপর নির্ধারিত সময়ে একই ভেন্যুতে মুখোমুখি হয় ঢাকা ও চট্টগ্রাম আবাহনী। জেলা পর্যায়ের স্টেডিয়ামে একইদিন দুই ম্যাচ হওয়ার ঘটনা সাম্প্রতিক অতীতে নেই। আবাহনী ও মোহামেডান একই ভেন্যুতে একইদিনে ঢাকার বাইরে খেলার বিশেষ কীর্তিও গড়ল।