'বিচার বিভাগের প্রধান জায়গাগুলো বিএনপি'র দখলে থাকায় জুলাই গণহত্যার বিচার অনিশ্চিত'

বিচার বিভাগের প্রধান প্রধান জায়গাগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির দখলে থাকায় জুলাই গণহত্যার বিচার অনিশ্চিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।
 
আজ বুধবার (২১মে) রাতে তার ফেসবুক অ্যাকউন্টে দেওয়া এক পোস্টে তারিকুল লেখেন, “আমাদের মনে রাখা প্রয়োজন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের অধস্তন আদালতের পাবলিক প্রসিকিউটর নিয়োগ, সকল বিচারকের বদলী, হাইকোর্টের বিচারপতি নিয়োগ এবং আপিল বিভাগের বিচারপতি নিয়োগ কিভাবে হয়েছে। তখন দেশ একটি কেয়োটিক সিচুয়েশনে থাকার কারনে এসব গুরুত্বপূর্ণ বিষয় অনেকের কাছেই অজানা।”

অ্যাটর্নি জেনারেল পদে বিএনপির নিয়োগ প্রক্রিয়া নিয়ে তারিকুল লেখেন, “রাষ্ট্রের আইন অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন অ্যাটর্নি জেনারেল। যিনি সরকারপক্ষ হয়ে আদালতে প্রতিনিধিত্ব করেন। বর্তমান অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেয়া হয়েছে ৭ই আগস্ট যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিতও হয়নি তখন।

অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান ছিলেন বিএনপির তৎকালীন রানিং কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একজন ব্যক্তিগত উপদেষ্টা। শুধু অ্যাটর্নি জেনারেলই নন বরং গোটা অ্যাটর্নি জেনারেল অফিসে যারা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডিপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তাদের ৯৫% বিএনপিপন্থী আইনজীবী এবং স্বল্প পরিমান জামায়াত ও অন্যান্য দল পন্থী আইনজীবীরা। সমীকরণ টা চোখছানাবড়া হওয়ার মতো হলেও সত্য। ফলত সুপ্রিম কোর্টের সকল বিষয়াদি সরকারপক্ষ হিসেবে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এককভাবে নিয়ন্ত্রন করছে বিএনপি।”
 
একইভাবে হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ নিয়ে এই যুবনেতা লেখেন, “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে হাইকোর্টে প্রথম দফায় যে বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে তার পুরোটাই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা মিলে নিয়োগ দিয়েছেন। যেটি আইন অঙ্গনের ওপেন সিক্রেট। ফলত নিয়োগকৃত ২৩ জন বিচার পুরোটাই বিএনপির হাতেই হয়েছে এবং এই বিচারপতিদের মধ্যে যারা বিএনপি পন্থী নন তাদের নিয়োগও বিএনপি সম্মতি নিয়েই দেয়া হয়েছে।”

পাবলিক প্রসিকিউটর নিয়োগ নিয়ে অভিযোগ করে বলেন, “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতিটি জেলার অধস্তন আদালত সরকারে আইনজীবী হিসেবে পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে এবং পাবলিক প্রসিকিউটরদের সাথে এডিশনাল ও এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে। পাবলিক প্রসিকিউটররা মূলত সরকারের পক্ষ হয়ে আদালতে মামলা পরিচালনা করেন। আইনজীবী পাড়ায় আওয়ামী আইনজীবীদের অবস্থান না থাকায় পুরোটা তখন বিএনপিপন্থী আইনজীবীদের দখলে ছিলো।

জুলাই গণঅভ্যুত্থানের পরে এতো গুরুত্বপূর্ণ পজিশনগুলোতে সারাদেশে বিএনপিপন্থী আইনজীবীদের নিয়োগ দেয়া হয়েছে বিএনপি ও আইন মন্ত্রণালয়ের যৌথ প্রযোজনায় । এটা আদালত পাড়ার একটা ওপেন সিক্রেট। বিএনপিপন্থী আইনজীবীরা পাবলিক প্রসিকিউটর হয়ে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের যত নেতাকর্মী , দোসররা গ্রেফতার হয়েছেন তাদের জামিন দিয়েছেন এবং একইসাথে স্থানীয় পর্যায়ে সকল ধরনের শেল্টার বর্তমানেও দিয়ে যাচ্ছেন। ফলত দেখা যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার কোন দলীয় সরকার না হওয়ায় অধস্তন আদালতগুলোতে বিএনপির একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানেও সেটি পুরোদস্তুর চলছে।”
 
যুবনেতা ও আইনজীবি তারিকুল ইসলামের লেখায় বাদ যায়নি বিচারক বদলীর বিষয়টিও। তিনি লেখেন, “বিচারবিভাগ স্বাধীন না হওয়ায় অধস্তন আদালতের বদলী ক্ষমতা এখনো আইন মন্ত্রণালয়ের অধীনেই রয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যত বিচারক যত জায়গায় বদলী হয়েছেন তার পুরোটাই আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করেছে বিএনপি। ফলত দেশের গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর ও জেলার চীফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রট, চীফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ সহ সকল জায়গা গুলো বিএনপি তাদের ইচ্ছানুযায়ী নিয়োগ প্রদান করেছেন যার দরুন সারাদেশের আইন আদালতগুলো পুরোটাই বিএনপির নিয়ন্ত্রণাধীন রয়েছে।”

নজিরবিহীন এই আধিপত্য বিস্তার প্রক্রিয়ার ফলে জুলাই গণহত্যার বিচার প্রশ্নের মুখে এমন অভিযোগ করে অ্যাডভোকেট তারিকুল ইসলাম লেখেন, “কার্যত জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান যেটি রাষ্ট্রের মূল ভারসাম্য রক্ষা করে এবং রাষ্ট্রের সকল নাগরিককে জবাবদিহির মধ্যে রাখে সেই বিচার বিভাগকে বিএনপি এভাবে একচ্ছত্রভাবে দলীয়করন করেছে যা বিচারবিভাগে আওয়ামী লীগেরও নগ্ন হস্তক্ষেপকে হার মানায়। ফলত বর্তমান বিচার না চেয়ে নির্বাচন চাওয়া বিএনপি নিয়ন্ত্রিত বিচার বিভাগের অধীনে জুলাই গণহত্যার বিচার দেখতে পাবো কিনা বা সম্ভব কিনা সেটি সাধারণ ছাত্র-জনতার প্রশ্ন।”

এমআর/টিএ

Share this news on:

সর্বশেষ

কিয়ারাকে নিয়ে কুরুচিকর পোস্ট, পরিচালককে তুলোধুনা করলো ভক্তরা May 23, 2025
শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী May 23, 2025
যুক্তরাজ্যের উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন মেহজাবীনের May 23, 2025
পাকিস্তান সিরিজ থেকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ! বোলিং কোচ নাজমুল হোসেন May 23, 2025
বাংলাদেশ ক্রিকেটের সংকট নিয়ে যা বললেন খালেদ মাসুদ May 23, 2025
img
স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য : আসিফ মাহমুদ May 23, 2025
img
নিজ স্বার্থে আপনারাই জুলাইকে ধ্বংস করেছেন, প্রত্যেককেই জুলাইয়ের হিসেব দিতে হবে: হান্নান মাসউদ May 23, 2025
ভুয়া মামলায় ফাঁসছেন ব্যবসায়ীরা, ধ্বংসের পথে অর্থনীতি! May 23, 2025
নিজের বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ মাহফুজ আলমের May 23, 2025
এনসিপি জুলাই বিপ্লবকে ব্যবসায় পরিণত করেছে: জুলাই ঐক্য May 23, 2025
ভারতের বিরুদ্ধে আ. লীগ নেতাদের পাচারের অভিযোগ May 23, 2025
img
এনবিআর বিলুপ্তিতে পিছু হটল সরকার, সংশোধিত হবে অধ্যাদেশ May 23, 2025
img
নেত্রকোনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৬ May 23, 2025
img
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেফতারের ক্ষমতা May 23, 2025
img
‘আমরা খণ্ড-বিখণ্ড হলে দোসরেরা তছনছ করার চেষ্টা করবে’ May 23, 2025
img
কুড়িগ্রামে বৈষম্য বিরোধী সমন্বয়কদের দু’গ্রুপে সংঘর্ষে ৪ জন আহত May 23, 2025
img
‘২ হাজার ৩৬৯ বাংলাদেশিকে ফেরত পাঠাতে প্রস্তুত ভারত’ May 23, 2025
img
২৩৫ দিন পর সাকিবের উইকেট, ফাইনালের আশা বেঁচে রইল লাহোরের May 23, 2025
img
নাটোরে আ’লীগ নেতার ১৬ টন চাল জব্দ May 23, 2025
img
‘জুলাই যোদ্ধারা এখনও মাঠে আছে, ৩১ মে’র মধ্যে সচিবালয় দোসরমুক্ত করতে হবে’ May 23, 2025