চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পাওনা টাকা আদায়ের দাবিতে এক মৃত ব্যক্তির দাফনে বাধা দিয়েছেন একাধিক পাওনাদার। প্রায় ১২ ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতির সমাধান হয়।
জানা গেছে, মৃত ব্যক্তি মো. হুমায়ুন কবির (৩৮) ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের জয়শ্রী গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় শাহীবাজার এলাকায় একাধিক ব্যবসা পরিচালনা করতেন এবং ব্যবসা প্রসঙ্গে বিভিন্ন জন ও এনজিও থেকে ঋণ গ্রহণ করেছিলেন।
হুমায়ুন কবিরের স্ত্রী শারমিন আক্তার জানান, মেয়ের চিকিৎসা ও ব্যবসা পরিচালনার খরচ মেটাতে তারা প্রায় ২০ লাখ টাকা ঋণ নেন। করোনাকালে ব্যবসা বন্ধ হয়ে গেলে পরিস্থিতি আরও জটিল হয় এবং বাধ্য হয়ে হুমায়ুন মধ্যপ্রাচ্যে পাড়ি জমান। সেখানেও আশানুরূপ সাফল্য না পেয়ে হতাশ হয়ে দেশে ফেরেন।
মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতেই মরদেহ বাড়িতে আনলে পাওনাদারেরা বাধা দেন। তাদের অভিযোগ, হুমায়ুন কবির দেনা শোধ না করেই দীর্ঘদিন পালিয়ে ছিলেন।
পরে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহকারী উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, হুমায়ুনের স্ত্রীর প্রতিশ্রুতিতে শেষ পর্যন্ত দাফনের অনুমতি দেওয়া হয়।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, “এটি অত্যন্ত মানবিক একটি বিষয়, ঘটনাটি দুঃখজনক। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এফপি/ টিএ